প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ নিয়ে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস।এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, স্মিতা বক্সি প্রমুখ | এছাড়া ছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতার বহু মহিলা | তাঁদের হাতে ছিল প্লাকার্ড, যেখানে লেখা, ‘নোংরা অপবাদের দিতে হবে দাম, মানুষ জানে নেত্রীর জীবন সংগ্রাম’ | শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে ট্রাঙ্গুগুলার পার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হল| এদিন মালা রায় বলেন, “কেন তৃণমূল নেত্রীকে বারংবার আক্রমণ| কারণ বিজেপি কোনও মহিলাকে সম্মান করে না| এমনকি অপারেশন সিঁদুরকে নেতৃত্ব দিয়েছেন যে জওয়ান, সেই সোফিয়া কুরেশিকে কদর্য ভাষায় আক্রমণ করেছে বিজেপি |” তিনি বলেন, “বাংলা রবীন্দ্র-নজরুলের ভূমি | বাংলার মানুষ কখনওই মহিলাদের উপর আক্রমণ মেনে নেয় না | আর বিজেপি যাকে আক্রমণ করেছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী | মানুষ যখনই সুযোগ পাবে এর জবাব দেবে |”মিছিল শেষে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “যদিও বিষয়টি আদালতে বিচারাধীন | আমরা বিশ্বাস রাখি যাঁরা নেত্রীকে নিয়ে নোংরামি করেছেন আদালত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে | মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এ ধরনের কুৎসায় আমরা চুপ করে বসে থাকতে পারি না |”মন্ত্রী শশী পাঁজা বলেন, “বিজেপি এমন একটা দল, যেখানে মেয়েদের অপমান করলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না | বরং যারা ধর্ষণ করে, নারী নির্যাতনের সঙ্গে যুক্ত তাদের গলায় মালা পরিয়ে সম্মান দেখানো হয় | বিজেপি মুখে বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা বলে, কিন্তু তাদের যারা মহিলাদের কুরুচিকর আক্রমণ করে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না | এটা ওরা প্রতিনিয়ত করছে | এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অপমান করছে, কুৎসা করছে মানুষ বুঝতে পারছে এদের হাতে ক্ষমতা গেলে বাংলার মহিলাদের অস্মিতা বলে আর কিছু থাকবে না |”
Hindustan TV Bangla Bengali News Portal