দেবরীনা মণ্ডল সাহা :- অশোকনগর কিডনি পাচার চক্রের ঘটনায় এবার গ্রেফতার এক আইনজীবী। পুলিশ জানিয়েছে অভিযুক্ত আইনজীবীর নাম প্রদীপ কুমার বর। বয়স ৩৭ বছর। বাড়ি কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। এর আগে কিডনি পাচার চক্রে পাঁচজনকে গ্রেফতার করেছিল অশোকনগর থানার পুলিশ।তাঁকে জেরা করে এই পাচার চক্রে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।গত মার্চ মাসে অশোকনগরে কিডনি পাচার চক্রের সক্রিয়তা নিয়ে রাজ্যে তোলপার পড়ে গিয়েছিল। ঋণের টাকা শোধ করতে না-পারায় এক মহিলাকে জোর করে কিডনি বিক্রি করায় সুদখোর মহাজন ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে কিডনি পাচার চক্রে জড়িত আরও চার জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ আদালতের বেশ কিছু এফিডেভিট হাতে পায়। প্রত্যেকটি এফিডেভিটে আইনজীবী প্রদীপকুমার বরের নাম ছিল বলে জানা যায়। তখনই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করতে বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। তদন্তে কিডনি পাচার চক্রে আইনজীবী প্রদীপকুমার বরের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ । এর পরেই পুলিশ হাতেনাতে পাকড়াও করে তাঁকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আইনজীবী প্রদীপকে অশোকনগর থানার তলব করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তিনি হাজিরা দিতে আসেন। রাত তিনটে পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। বেশ কিছু প্রশ্নে তিনি সদুত্তর দিতে পারেননি। এর পরেই শুক্রবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে। এ নিয়ে গুপি মজুমদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “কিডনি পাচার চক্রে আইনজীবী জড়িয়ে পড়ছেন এটা শুনে কিছুটা হলেও অবাক লেগেছে। আমরা জানি, আইনজীবীরা সাধারণ মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকেন। কিন্তু, সেই আইনজীবীই যদি টাকার বিনিময়ে এই ঘৃণ্য কাজ করেন তাহলে আর বলার কিছু নেই ৷ আমরা চাই, ওর যেন আইন মোতাবেক শাস্তি হয়। শুনলাম উনি ২০০ টাকার এফিডেভিটের জন্য ১০ হাজার টাকা নিতেন। সমূলে এই পাচার চক্রের কোমর ভেঙে দেওয়া হোক ৷ সেটাই আর্জি পুলিশ প্রশাসনের কাছে।”
Hindustan TV Bangla Bengali News Portal