Breaking News

দূষণ নিয়ন্ত্রণে দেশের মধ্যে সেরার সেরা কলকাতা,ঝুলিতে এসেছে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পরিবেশ দিবসে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা। দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে দেশের মধ্যে ‘সেরার সেরা’ স্বীকৃতি লাভ করল কলকাতা পুরসভা। বিরোধীদের সমালোচনা উড়িয়ে কেন্দ্রীয় সরকার পরিবেশ নিয়ে কলকাতার এই সাফল‌্য স্বীকার করে নিতে কার্যত বাধ‌্য হল। স্বয়ং মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় সোশ‌াল মিডিয়ায় এই সাফল‌্যর কথা জানিয়েছেন।পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “পরিবেশের উন্নয়নের স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন‌্য উৎসাহ ভাতা দিয়েছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকা শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে এই টাকা খরচ করা হবে।” নাগরিকদের আবেদন করে মেয়র বলেন, ‘যত প্রাণ, তত গাছ’ লাগান। মেয়রের কথায়, “শহরে বড় গাছ লাগানোর জায়গা কমছে ঠিকই। কিন্তু বহুতল বাড়ির ব‌্যালকনি, ছাদে অথবা বারন্দায় টবে পরিবারের সদস‌্য হিসাব করে সবাই অন্তত টবে গাছ লাগান।”তাঁর মতে, নাগরিক উদ্যোগ ছাড়া কেবল সরকারি প্রচেষ্টায় পরিবেশ রক্ষা সম্ভব নয়। তাই প্রত্যেকেরই উচিত নিজেদের বাসস্থানকেই একটি সবুজ প্রাঙ্গণে রূপান্তরিত করা। কলকাতা পুরসভার এই সাফল্য শুধু পরিবেশ দিবসের তাৎপর্যকেই আরও গম্ভীর ও প্রাসঙ্গিক করে তুলেছে না, পাশাপাশি রাজনৈতিকভাবেও এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *