Breaking News

মর্মান্তিক দুর্ঘটনা!নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের,গ্রেফতার চালক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নবান্নের সামনে বেপরোয়া টোটোর দৌরাত্ম্য| টোটোর ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশে কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের| অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ| পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের নাম নূপুর চট্টোপাধ্যায়৷ তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে৷এই ঘটনায় শিবপুর থানার পুলিশ চালক-সহ পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে চালককে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটিকে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বাড়ি ডোমজুড়ে। বাড়িতে খবর দেওয়া হলে নার্সিংহোমে ছুটে আসেন তাঁর স্বামী। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।শনিবার দুপুর ২ টো নাগাদ তিনি যখন নবান্নের কাছে সাবওয়ের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া গতির টোটো তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তাতে ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা মারেন। দেওয়ালে তাঁর মাথা ঠুকে যায়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি নার্সিংহোমে নিয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। ঘটনার তদন্তে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের কলকাতা পুলিশের একজন মহিলা সিভিক ভলান্টিয়ার হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে একটা টোটো ধাক্কা মারে। তারপর ওঁকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল। এখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চালককে গ্রেফতার করা হয়েছে। বাকি যা আইনি প্রক্রিয়া আছে আমরা করছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *