Breaking News

চার মাসের মধ্যেই বদল!ফের বদল আনা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে,অজয় ঠাকুরের জায়গায় এলেন মুরলীধর শর্মা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ফের কমিশনার বদল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। বর্তমান কমিশনার অজয় ঠাকুরের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন মুরলীধর শর্মা। মুরলীধর এই মুহূর্তে রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর পদে আছেন। অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে অজয় ঠাকুরকে পাঠানো হচ্ছে সিআইডির ডিআইজি পদে। সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, ব্যারাকপুরের কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে মুরলীধর শর্মাকে। এতদিন এই পদে ছিলেন অজয়কুমার ঠাকুর । তাঁকে এখন ডিআইজি-সিআইডি পদে নিযুক্ত করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ব্যারাকপুরের তৎকালীন পুলিশ কমিশনার অলক রাজোরিয়াকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল অজয় ঠাকুরকে। এই পদে আসার আগে অজয় রাজ্য কারা দপ্তরের ডিআইজি পদে ছিলেন। অন্যদিকে ২০২৪ সালের নভেম্বরে কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে মুরলীধরকে পাঠানো হয় পুলিশ অ্যাকাডেমিতে। মাত্র তিন মাসের মধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে এই বদল ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতুহল। রাজ্যের যে কয়েকটি জায়গা গোলমাল প্রবণ বলে চিহ্নিত তার মধ্যে একটি হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা। সাধারণ অপরাধ ছাড়াও এই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা মাঝেমাঝেই ঘটে থাকে। সামনেই আসছে বিধানসভা নির্বাচন। পুলিশ প্রশাসনের তরফে এই বদলিকে রুটিন হিসেবে বলা হলেও আচমকা এই বদলি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *