প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার সকালে নিউটাউনের ভাড়া বাড়ি থেকে বিএসএফ জওয়ান সূর্যকান্ত দাসের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সূর্যকান্তর বয়স ৩৮। বাড়ি ওড়িশায়। মাসখানেক আগে নিউটাউন থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম সূর্যকান্ত দাস। তাঁর বয়স ৩৮ বছর। ওড়িষার বাসিন্দা ওই যুবক। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরতে হত তাঁকে। সম্প্রতি নিউটাউনের শুলংগুড়ি রামমন্দির এলাকার বাসিন্দা গোবিন্দ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন সূর্যকান্ত। স্বাভাবিক ছিল সবকিছুই। সোমবার সকালে আচমকাই জওয়ানের স্ত্রী ও ভাই নিউটাউনের ভাড়া বাড়িতে আসেন। খবর দেওয়া ইকোপার্ক থানায়। তাঁরাই জানান যে, সূর্যকান্ত বাড়িতে সুইসাইড নোট পাঠিয়েছেন। পুলিশ এসে দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য। উদ্ধার হয় জওয়ানের ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কেন এই আত্মহত্যার সিদ্ধান্ত? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের কারণেই এই চরম সিদ্ধান্ত। তবে নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবার ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করলে রহস্যভেদ হতে পারে বলে আশাবাদী পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এই সুইসাইড নোট হোয়াটসঅ্যাপ মাধ্যমে পরিবারকে পাঠান মৃত জওয়ান। এরপর সোমবার সকালে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে প্রথমেই মৃতদেহ দেখতে পান। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে মানসিক চাপের কথা উল্লেখ রয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal