Breaking News

আহমেদাবাদে ভাঙল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান!বিমানের সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা,ফ্লাইটে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ ধর :-ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ আহমেদাবাদে বিমানবন্দর থেকে টেক-অফের পরই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১৷ সূত্রের খবর, বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে ২৪২ জন যাত্রী ছিলেন ৷ ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় ৷ গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায় ৷ আশপাশের কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা|২৪২ জনকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান।এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন কর্মী। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। তা ছাড়া ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। কানাডার এক নাগরিকও ছিলেন।জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের বিমানটিতে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্রশাসনের তরফে সরকারিভাবে এখনও মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি। আহমেদাবাদের পুলিশ কমিশনার সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, বিমানে সওয়ার সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রয়টার্সকে অহমদাবাদ পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি দেহ আনা হয়েছে।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে অহমদাবাদে পৌঁছে গিয়েছেন।
বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি ছিল বিজে মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হস্টেল। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে থাকেন ৫০ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।উদ্ধারকাজ চলছে জোরকদমে|দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকল, অ্যাম্বুলেন্স, পুলিস, এয়ারপোর্টের আধিকারিকরা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় । দ্রুত গতিতে চলে উদ্ধারকাজ। গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *