Breaking News

মারামারি, চুলোচুলির পর ফের পানিহাটির তৃণমূল কাউন্সিলরের মুখোমুখি সেই তরুণী! ভুল স্বীকার করে তরুণীকে চকোলেট খাওয়ালেন কাউন্সিলর

দেবরীনা মণ্ডল সাহা:- কয়েকদিন আগেই রাস্তায় মারামারি করেছিলেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় এবং ইশা কর নামে এক তরুণী | রাস্তার উপরে ফেলে এক একজন আর একজনকে কিল চড় ঘুষি মেরেছিলেন| সেই ঘটনায় রীতিমতো বিতর্কে জড়ান পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় | রাস্তার উপরে এই আচরণের জন্য দলের রোষেও পড়েছিলেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর| মারপিটের সেই ঘটনার পর প্রথমে ওই তরুণীর পরিচয় প্রথমে পাওয়া যায়নি| পরে জানা যায়, ওই তরুণী নাম ইশা কর| তিনি সোদপুরের ঘোলা এলাকার বাসিন্দা| দলের রোষে পড়ার পরই তৃণমূল কাউন্সিলরও বিষয়টি মিটমাট করতে উদ্যোগী হন শ্রাবন্তী দেবী| খুঁজে বের করা হয় ওই তরুণীকে| এরপর এদিন ওই তরুণীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন শ্রাবন্তী রায়৷ কয়েকদিন আগে প্রবল আক্রোশে পরস্পরের চুলের মুঠি ধরার পর এ দিন দুজনে দুজনকে মিষ্টিমুখও করান |কাউন্সিলর শ্রাবন্তী রায় ওই তরুণীকে নিজে হাতে চকোলেট খাইয়ে দেন। স্নেহের বশে তরুণীকে জড়িয়েও ধরেন।ভাইরাল ভিডিওতে জনপ্রতিনিধির এহেন আচরণে নিন্দার ঝড় ওঠে নেট দুনিয়ায়। কাউন্সিলরের আচরণ আরও সংযত হওয়া উচিত ছিল বলেই দাবি ওঠে। কটাক্ষ করে বিরোধী শিবিরও। সেই আবহে আজ, শনিবার কাউন্সিলর শ্রাবন্তী রায় ওই তরুণীর সঙ্গে দেখা করেন। পাশে বসে দু’জনে বেশ কিছু বিষয়ে কথা বলেন। ওই ঘটনা সেদিন কাম্য ছিল না। সেই কথাও জানানো হয়। পরে নিজে হাতে শ্রাবন্তী রায় ওই তরুণীকে চকোলেট খাইয়ে দেন। পরে তরুণীও কাউন্সিলরকে চকোলেট খাওয়ান। ওই তরুণীকে নিজের কন্যাসম বলেও এদিন জানিয়েছেন শ্রাবন্তী।কাউন্সিলর শ্রাবন্তী রায় বলেন, “সেদিনের ঘটনার আকস্মিকতায় সত্যিই মর্মাহত। মাথা গরম হয়ে যাবে, বুঝতে পারিনি। আমার আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল। বিভিন্ন জায়গা থেকে আমাকে ও আমার দলকে ছোট করার চেষ্টা চলছে। ও আমার কন্যাসম। আমারও মাথা গরম করা উচিত হয়নি।” ওই তরুণী বলেন, “রাস্তার ঘটনা রাস্তাতেই মিটে গিয়েছে। আমিও কিছু ভুল করেছি। উনিও করেছেন ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *