Breaking News

কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না!বাড়ির সামনে আদালতের নির্দেশ লেখা ব্যানার টাঙাবে কর্পোরেশন

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- কোর্টের স্টে অর্ডারের জেরে বহু বেআইনি বাড়ি ভাঙা যাচ্ছে না। অভিযোগ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের |এদিন এক সাংবাদিক বৈঠক থেকে মেয়র বলেন, শহরে অনেক বিপজ্জনক বাড়ি রয়েছে, আবার অনেকগুলি বেআইনিভাবে গজিয়ে উঠেছে । কিন্তু সবক্ষেত্রে চাইলেই আমরা এগুলি ভাঙতে পাচ্ছি না। অনেক ক্ষেত্রে উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে বাড়ি মালিকরা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে চলে আসছে।এবার সেই অভিযোগ ঘোঁচাতে আদালতের নির্দেশ-সহ ব্যানার টাঙানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগম ৷ আদালতের নির্দেশ কিংবা আইনি জটিলতার কারণেই যে বাড়ি ভাঙা যাচ্ছে না, তা নাগরিকদের বুঝিয়ে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম ৷ শহরে মাঝে মধ্যেই বেআইনি বাড়ি বা বিপজ্জনক বাড়ি ভাঙা হচ্ছে না বলে অভিযোগ আসতে থাকে কর্পোরেশনের কাছে । এই আবহে কোনও বিপদ বা বিপর্যয় ঘটলে স্থানীয়দের অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হয় পুর প্রশাসনকে । তখন আদালতের নির্দেশের কথা বললেও, ক্ষুব্ধ নাগরিকমহল সেই কথা গ্রাহ্য করে না । তাই এবার নিজের ঘাড়ে কোনও দায় না-নেওয়ার পথে হাঁটছে কলকাতা কর্পোরেশন ।এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কেন ভাঙা যাচ্ছে না, এবার বিস্তারিত তথ্য জানিয়ে সেই বাড়ির সামনে ব্যানার লাগাবে কলকাতা পুরসভা । অনেক সময় অভিযোগ ওঠে পুরসভা বাড়ি ভাঙছে না কেন ?আধিকারিকদের দিকে অস্বচ্ছতার আঙুল ওঠে । স্বচ্ছতা বজায় রাখতে এবার বিল্ডিং বিভাগের এই উদ্যোগ । আমি আমার কমিশনারকে বলেছি, কোনও বাড়ি ভাঙার নির্দেশের ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ থাকলে তাহলে বিস্তারিত তথ্য জানিয়ে ও আদালতের নির্দেশের কারণেই ভাঙতে পারছি না বলে লেখা থাকবে ব্যানারে । নাগরিকরা অধিকাংশ ক্ষেত্রেই বুঝতে পারেন না আদালতের নির্দেশ বলেই আমাদের হাত বাঁধা থাকে ।”ফিরহাদ বলেন, “কোর্টের অর্ডারের ফলে যে বাড়িগুলি ভাঙা যাচ্ছে না আমরা ঠিক করেছি, সেই সমস্ত বাড়িতে আমরা বোর্ড লাগিয়ে দেব। ২ ফুট বাই ৪ ফুটের ফ্লেক্স লাগানো হবে। যাতে মানুষ জানতে পারবে কী কারণে বেআইনি বাড়ি ভাঙা যাচ্ছে না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *