প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজার। সোমবার সেই পুড়ে যাওয়া বাজার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে। তার পরেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন মমতা। একই সঙ্গে জানান, ওই বাজার আবার নতুন করে তৈরি করে দেবে কলকাতা পুরসভা।মুখ্যমন্ত্রী বলেন, “নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার। কোনও খরচ দিতে হবে না ব্যবসায়ীদের। কর্পোরেশন যে মার্কেটটি তৈরি করবে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। থাকবে যথোপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে। পুরো দোকান পুড়ে গেলে ১ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা দেবে রাজ্য। কার কার দোকান জ্বলে গিয়েছে, কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। সেই অনুযায়ী একটি রিপোর্টও তৈরি করা হবে।” আপাতত ওই অগ্নিদগ্ধ এলাকায় ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।রবিবার মধ্যরাতে আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারের অন্তত ১৩০০ দোকান। কিছু দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে, কিছু দোকান আংশিক। সব দোকানের ব্যবসায়ীদের জন্যই ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভা থেকে খিদিরপুরের ঘটনাস্থলে যান তিনি। বাজার ঘুরে দেখার পর মমতা জানান, অগ্নিকাণ্ডে যাঁদের দোকান আংশিক পুড়েছে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আর যাঁদের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাঁদের প্রত্যেককে এক লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে। তবে আর্থিক সাহায্যের আগে পুরসভার তরফে সমীক্ষা করা হবে। যত দিন পর্যন্ত না সমীক্ষা শেষ করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, তত দিন ক্ষতিগ্রস্তদের সংসার চালাতে ১০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।তিনি আরও জানান, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তত্ত্বাবধানে নতুন বাজার নির্মাণ করা হবে, যা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি হবে। ঘটনাস্থলে দাঁড়িয়ে মমতা দোকানদারদের উদ্দেশ্যে বলেন তারা যেন গ্যাসের সিলিন্ডার মাঝে মাঝে পরীক্ষা করে যাতে এই ধরণের দুর্ঘটনা এড়ানো যায়।মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, “ক্ষতিপূরণ বিতরণের আগে আমরা একটি বিজ্ঞানসম্মত সমীক্ষা করব। এই সমীক্ষার মাধ্যমে সঠিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চিহ্নিত করা হবে। আমরা চাই না যে কোনও অন্যায় ব্যক্তি এই সাহায্য পাক।” তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত সমীক্ষা শুরু হয় এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal