Breaking News

শুভেন্দু অধিকারীকে মহেশতলার ‘অশান্ত’ এলাকায় যেতে অনুমতি কলকাতা হাইকোর্টের!মানতে হবে একাধিক শর্ত

প্রসেনজিৎ ধর, কলকাতা:-রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মহেশতলায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট| তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মহেশতলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যেতে পারবেন আরও দু’জন। তবে কোনও মিছিল করা যাবে না। বিতর্কিত মন্তব্যও করা যাবে না। হাইকোর্টের অনুমতির পর মঙ্গলবার ওই এলাকায় যাওয়ার কথা বিরোধী দলনেতার।
এর সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে যে, মহেশতলায় যাওয়ার ২৪ ঘণ্টা আগে ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার এবং রবীন্দ্রনগর থানার আইসি-কে তা জানাতে হবে চিঠি দিয়ে ৷ সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতে পারবেন ৷ তবে, তাঁকে সচেতন করা হয়েছে যে, এমন কোনও মন্তব্য বিরোধী দলনেতা করবেন না, যার ফলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা দেখা দেয় ৷পাশাপাশি, শুভেন্দু অধিকারীর মহেশতলায় যাওয়ার জন্য পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ এ দিন শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য সওয়ালে বলেন, “মহেশতলা এলাকা ডায়মন্ডহারবার পুলিশ জেলার মধ্যে পড়ে ৷ মহেশতলায় গত ১১ জুন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল ৷ এলাকায় একটা সম্প্রদায়ের লোকজন আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে চান বিরোধী দলনেতা এবং বিরোধী দলের একজন বিধায়ক ৷ পুলিশ সুপারের কাছে অনুমতি চাওয়া হলেও, তিনি অনুমতি দিচ্ছেন না|” রাজ্যের আইনজীবীকে এরপর বিচারপতি প্রশ্ন করেন, যদি আদালত অনুমতি দেয় তাহলে কি কোনও আশঙ্কার কারণ আছে? উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, যেখানেই কোনও অশান্তির ঘটনা ঘটে সেখানেই বিরোধী দলনেতা যেতে চান। কেন?রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, আদালতকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে, সেটা হতে দেবেন না। উনি খালি প্রচার চান। বিচারপতি দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বলেন, বিরোধী দলনেতাকেই যদি আটকে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের কী হবে?এরপরই শর্তদিয়ে বিরোধী দলনেতাকে মহেশতলায় যাওয়ার অনুমতি দেন বিচারপতি। মঙ্গলবার সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *