নিজস্ব সংবাদদাতা :-মালদায় আবার শ্যুটআউটের ঘটনা ঘটেছে। কালিয়াচকে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষে জখম এক ব্যক্তি। আর গুলিবিদ্ধ হয়ে এক টোটোচালক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। রবিবার মাঝরাতে এই দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। আগেও একাধিকবার এই মালদা জেলায় শ্যুটআউটের ঘটনা ঘটেছে। তার জেরে রাতের বেলায় সকলেই সতর্ক থাকেন। কিন্তু তারপরও এমন শ্যুটআউটের ঘটনা ঘটায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে এই ঘটনা নিয়ে এলাকার মোড় থেকে শুরু করে চায়ের দোকানে জোর চর্চা শুরু হয়েছে।জানা গিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ টোটোয় করে আমের ক্রেট নিয়ে বাড়ি ফিরছিলেন গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ার বাসিন্দা টোটোচালক আমির শেখ ৷ সেই সময় কালিয়াচকে মোজমপুর বাসস্ট্যান্ডের কাছে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল ৷ যা একসময় সংঘর্ষে পরিণত হয় ৷ অভিযোগ, সেই সময় ভিড়ের মধ্যে থেকে কেউ গুলি চালায় ৷ আর সেই গুলি আমিরের টোটোর কাঁচ ফুটো করে, তাঁর বুকে গিয়ে লাগে ৷স্থানীয়রাই তাঁকে প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যান ৷ পরে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পরে পরিবারের সদস্যরা আমির শেখকে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান ৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত আমির ৷তবে, প্রশ্ন উঠছে কী নিয়ে সংঘর্ষ বাঁধল দুই গোষ্ঠীর মধ্যে ? কেনই বা গুলি চালানো হল ? আর ঘটনাস্থলে দুই গোষ্ঠীতে কারা ছিল ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ জানা গিয়েছে, আমিরের গুলি লাগার পরেই ঝামেলায় জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ৷ বাসস্ট্যান্ডের আশেপাশের দোকানদার ও স্থানীয়রাও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ ফলে কী নিয়ে সংঘর্ষ, কারা ছিল, এসবের জবাব এখনও মেলেনি ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ কারা সেই সময় ওই এলাকায় ছিল, তা জানার চেষ্টা চলছে ৷ পাশাপাশি, সন্দেহভাজন কয়েকজনকে আটকও করা হয়েছে ৷ এ নিয়ে কালিয়াচকের এসডিপিও ফয়জল রাজা বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ রাত থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷ আপাতত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷”তবে, এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে আহত টোটোচালকের পরিবার ৷ আমির শেখের বাবা নজরুল শেখ বলেন, “রাতে ছেলে আমের ক্রেট নিয়ে বাড়ি ফিরছিল ৷ মোজমপুর এলাকায় আমার ছেলেকে গুলি মারা হয়েছে ৷ একটা গুলি ওর বুকে লেগেছে ৷ আমরা থানায় অভিযোগ দায়ের করেছি ৷ আমরা চাই দোষীদের শনাক্ত করে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক ৷”
Hindustan TV Bangla Bengali News Portal