Breaking News

আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত সুকান্ত! ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ,উত্তপ্ত বজবজে নামল ব়্যাফ

প্রসেনজিৎ ধর :- বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার| ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। বিজেপি রাজ্য সভাপতিকে ‘চোর’ স্লোগান | গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্তকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও দাবি। উত্তপ্ত বজবজের পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ব়্যাফ।বজবজের হালদারপাড়ায় এক বিজেপি কর্মী জখম হন বলেই খবর। তাঁকে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান বিজেপি রাজ্য সভাপতি। তাঁকে দেখে বেরনোর পর বেশ কয়েকজন সুকান্তকে ঘিরে ধরেন। তাঁদের দাবি, ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। এমনকী সুকান্তবাবুকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিতে থাকে তারা। পালটা স্লোগান দেন সুকান্তবাবুও। ছোড়া হয় ইটও। ইট পড়ে সুকান্তবাবুর গাড়ির ওপরে| বজবজ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে সময় যত গড়ায়, পরিস্থিতি ক্রমশ ঘোরাল হতে থাকে। বাধ্য হয়ে এলাকায় নামে ব়্যাফ।এই ঘটনার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সুকান্ত। তিনি বলেন, “অশান্তি করতে জেহাদিদের আনা হয়েছে। এটা কী গণতন্ত্র?” যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *