দেবরীনা মণ্ডল সাহা :- একনাগাড়ে বৃষ্টিপাতের জেরে আবার বিপর্যস্ত হয়ে পড়ল ১০ নম্বর জাতীয় সড়ক। তাই পাহাড়ি পথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা হয়েছে। বুধবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। তার জেরে কালিম্পং এবং সিকিম যাওয়ার লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কের নানা জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে তুমুল শব্দে নেমে আসছে বড় বড় পাথর এবং বোল্ডার। আর তা পড়ে ভেঙে পড়েছে একাধিক রাস্তা। যান চলাচলের উপর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। আবার হেলিকপ্টার পরিষেবা আচমকা বন্ধ করার সিদ্ধান্ত নিল সিকিম সরকার।কালিম্পংয়ের অধীন তিস্তা বাজারের কাছে মেল্লি ও লিখুভীর সংলগ্ন মামখোলায় ধসের ঘটনা ঘটে। ধসের কারণে পাহাড় থেকে জাতীয় সড়কের উপর বড় পাথর গড়িয়ে রাস্তায় পড়ে। সকালে একটি ট্রাক ধসের কবলে উল্টে যায়। ধসের ফলে বাংলা ও সিকিমের মধ্যে সড়ক পথে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে রয়েছে ৷ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী যান চলাচলে। ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছে প্রশাসন।অন্যদিকে, নামচি থেকে জোরথাং রাস্তাতেও ধসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তায় ব্যাপক মাত্রায় কাদামাটি ও পাথর জমে যায়। পরিস্থিতি দ্রুত সামাল দিতে মোতায়েন করা হয়েছে আধুনিক জেসিবি ও উদ্ধারকারী দল। ধসের কারণে জাতীয় সড়কে আটকে পড়ে বহু যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী ট্রাকও।এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মনিয়ম টি বলেন, “এদিন সকালে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ওই সড়ক দিয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে । পর্যটকদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে । ভারী যানও বিকল্প পথে চলবে । পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ।”এছাড়া এই প্রতিকূল আবহাওয়ায় পর্যটক থেকে সাধারণ যাত্রীদের নিরাপত্তাকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে কালিম্পং প্রশাসন। এখন পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব। রাস্তার পরিস্থিতি বিবেচনা করার পরই পাহাড়ের পথে যাত্রীদের রওনা দেওয়ার পরামর্শ দিচ্ছে জেলা প্রশাসন। এই বিষয়ে কালিম্পংয়ের পুলিশ সুপারের দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় বেয়ে পাথর নামছে। নিরাপত্তার কথা ভেবেই যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে|
Hindustan TV Bangla Bengali News Portal