Breaking News

ভবানীপুরে নাটকীয় পরিস্থিতি!রাস্তাতেই দেখা করলেন প্রতিবাদী চিকিৎসক,সুকান্তদের গাড়িতে তুলে লালবাজারে আনে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে গেল পুলিশ। ভবানীপুরে চিকিৎসক রজত শুভ্র বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই বাধা পান সুকান্ত। এরপর চিকিৎসক রজতশুভ্র বন্দোপাধ্যায় নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় সুকান্তর সঙ্গে দেখা করেন। এসবের মধ্য়েই পুলিশ সুকান্ত মজুমদারকে নিজেদের গাড়িতে তুলে নেয়। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনা হল, যে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড সফরে কেলগ কলেজের অনুষ্ঠানে আরজি করের ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন। বিজেপির অভিযোগ, সেই দিন থেকেই চিকিৎসক রজতশুভ্রকে নজরে নজরে রাখা হয় প্রশাসনের তরফ থেকে।তবে সেই প্রতিবাদী চিকিৎসকের বাড়িতে যাওয়ার আগেই আটকানো হয় সুকান্তকে। ফলে গাড়িতেই বসেছিলেন সুকান্ত মজুমদার। এরপর ওই চিকিৎসকের দাবি, দুপুর ১টা থেকে তিনি মিষ্টি জল নিয়ে অপেক্ষা করছেন বাড়িতে। এরপর খবর পান পুলিশ সুকান্ত মজুমদারকে আসতে দিচ্ছে না। এরপর নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসেন চিকিৎসক রজতশ্রুভ্র।এরপরই নাটকীয় মোড়। কথা বলার কিছুক্ষণ পরেই সময়ই সুকান্ত মজুমদারকে গাড়িতে তুলে নেয় পুলিশ। এরপর বিজেপি কর্মীরা বাধা দেয় পুলিশের গাড়িকে। একাধিকজন পুলিশের গাড়ির সামনে বসে পড়েন। পুলিশ এরপর কার্যত তাদের জোর করে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে গাড়িতে তুলে রওনা দেয়। এদিকে সূত্রের খবর, চিকিৎসককেও একই গাড়িতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। সামগ্রিক পরিস্থিতিতে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।সুকান্ত বলেন, হিটলারের আমলেও এমন কাজ করা হত না। মমতা বন্দ্যোপাধ্য়ায় যা করছেন। আমাকে ও চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্য়ায়কে আটক করে লালবাজারে নিয়ে আসছে।সুকান্ত বলেন, হিটলারের আমলেও এমন কাজ করা হত না। মমতা বন্দ্যোপাধ্য়ায় যা করছেন। আমাকে ও চিকিৎসক রজতশুভ্র বন্দোপাধ্যায়কে আটক করে লালবাজারে নিয়ে আসছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *