দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ বিভাগে বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন। ২১ জুন শনিবার রাত থেকে ২২ জুন রবিবার টানা সাত ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে দমদম স্টেশনের ডাউন মেন লাইনে |পূর্ব রেল জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে রবিবার পর্যন্ত পাওয়া কাজ চলবে। তাই শনিবার রাত ১০টা মিনিট ৫০ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে বাতিল থাকবে একাধিক ট্রেন।মূলত বনগাঁ ও ডানকুনি শাখায় সবচেয়ে বেশি ট্রেন বাতিল থাকলেও নৈহাটি-কল্যাণী সীমান্তও বাতিল করা হয়েছে। শুধু ট্রেন বাতিল নয়, কিছু ট্রেনের সময়সূচিও বদল হয়েছে।শনিবার রাতে দুই জোড়া আপ ও দুই জোড়া ডাউন বনগাঁ লোকাল বাতিল করা হয়েছে। বাতিল থাকছে ডানকুনি লোকালও। দুই জোড়া করে আপ ও ডাউন ডানকুনি লোকাল বন্ধ থাকছে। এছাড়াও শনিবার রাতে বাতিল করা হয়েছে এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল।রবিবার সকালে আপ-ডাউন মিলিয়ে দুই জোড়া বনগাঁ লোকাল বাতিল। বাতিল তিনজোড়া ডানকুনি লোকাল। চলবে না একজোড়া শিয়ালদহ-হাসনাবাদ লোকালও। এছাড়াও সেই দিনই একজোড়া আপ এবং ডাউন হাবড়া লোকাল, দত্তপুকুর এবং কল্যাণী সীমান্ত লোকাল যাত্রা করবে না। বন্ধ একটি আপ শিয়ালদহ-বারাসত লোকাল।
এছাড়াও রবিবার সকালের ৩৩৮১২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকালটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাত্রা করবে। ৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁ লোকালটি শিয়ালদহের পরিবর্তে ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে। বদল করা হয়েছে পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিও। শনিবার সন্ধ্যায় পুরী থেকে ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার বদলে তা ২ ঘণ্টা পড়ে ছাড়বে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই এই লাইনে প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রীদের নানা অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। রেল সূত্রে জানা গেছে, অত্যাধিক যাত্রীচাপ, পুরনো সিগন্যালিং ব্যবস্থা ও ওভারহেড তারে সমস্যা থাকায় প্রতিনিয়ত দেরি করছে ট্রেন। সেই সমস্যা মেটাতেই আধুনিকীকরণের কাজ চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal