Breaking News

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা!পুরুলিয়ায় ট্রাক-বোলেরোর সংঘর্ষে মৃত ৯

প্রসেনজিৎ ধর:- বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হল মৃত্যু মিছিলে। ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। শুক্রবার সকালে এই ঘটনা পুরুলিয়ার বলরামপুরের নামশোল এলাকার। ১৮ নম্বর জাতীয় সড়কে একটি বোলেরো গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বোলেরোর ৯ আরোহীরই।দেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।জানা গিয়েছে, একটি বিয়েবাড়ি থেকে চালক-সহ ওই ছোট গাড়িতে থাকা ৯ জন ঝাড়খণ্ডের নিমডি যাচ্ছিলেন।পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। সংঘর্ষের জেরে গাড়ির ভিতরে কার্যত দলা পাকিয়ে যান একাধিকজন। এই ঘটনার খবর পাওয়ার পর বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৯ জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলের বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামে।পুলিশের তরফে জানানো হয়েছে, রাতভর বৃষ্টির জেরে রাস্তা কিছুটা পিছলে ছিল। তাছাড়া ঘটনার সময় সেখানে প্রবল বর্ষণ হচ্ছিল। যার ফলে দৃশ্যমানতাও ছিল বেশ কম। তাছাড়া চালক ঘুমিয়ে পড়াতেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।নিহতদের নাম পরিচয় জেনে ঝাড়খণ্ড পুলিশের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *