Breaking News

বিমানবন্দরের ২০ কিমির মধ্যে কোনও উঁচু বাড়িতে এখনই অনুমোদন নয়,নয়া নির্দেশ জানালেন ফিরহাদ হাকিম!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আমদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকার উঁচু বাড়িগুলি নিয়ে। সে ব্যাপারেই এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় উঁচু বহুতলের অনুমতি এখনই দেওয়া হবে না, জানিয়ে দিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম |এতদিন বিমানবন্দর চত্বরে ১০ কিলোমিটার পর্যন্ত একটি নির্দিষ্ট উচ্চতার উপর কোনও বহুতল নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অনুমতি নিতে হতো বিমানবন্দর কর্তৃপক্ষের । এবার সেই পরিধি বাড়িয়ে ২০ কিলোমিটার করা হয়েছে ৷ সঙ্গে জারি করা হয়েছে আরও বেশ কিছু নির্দেশিকা ৷সেই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “যতদিন না এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কোনও লিখিত নির্দেশিকা বা চিঠি দেওয়া হচ্ছে, ততদিন আমরা ২৫ মিটার উচ্চতা অর্থাৎ ন’তলার বেশি বহুতলের অনুমতি দেব না । বিমানবন্দর চত্বরের প্রতিটি পুরসভাকেই এই নিয়ম মানতে হবে ৷”তিনি বলেন, “কলকাতা কর্পোরেশনের ডিজি বিল্ডিংকে বলেছি, কোনও বহুতল নির্মাণে যেন অনুমতি না-দেওয়া হয় ৷ যদিও আমাদের হাতে এখনও কোনও চিঠি আসেনি । তবে, সবাইকে বলা আছে মধ্যমগ্রাম পুরসভা-সহ নোটিফিকেশনটা আমাদের কাছে এলে সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।” বহুতলের উচ্চতা উল্লেখ করে তিনি বলেন, “৯ তলার বেশি এখন অনুমতি দেওয়া যাবে না । এয়ারপোর্ট অথরিটি নির্দেশিকাগুলি লিখিত আকারে পাঠালে আমাদের ইঞ্জিনিয়াররা ও আধিকারিকরা তা খুঁটিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *