Breaking News

ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্র!ডায়মন্ড হারবারে পুলিশি অভিযানে গ্রেফতার ২০

প্রসেনজিৎ ধর :- ডায়মন্ড হারবারে জাতীয় সড়কের ধারেই দিনের পর দিন মধুচক্রের ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে ৷ তাও আবার আবাসিক হোটেলের আড়ালে ৷ শনিবার দুপুরে এমনই একাধিক হোটেলে হানা দিয়ে বহু যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ ৷পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে ডায়মন্ড হারবার। অল্প সময়ের জন্য় বেরিয়ে আসা যায়। পর্যটকদের জন্য আনাচেকানাচে গড়ে উঠেছে একাধিক হোটেল। আর সেখানেই চলছে মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানা ও মহিলা থানার ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বেসরকারি হোটেলে হানা দেয়। অভিযানে পর্দা ফাঁস হয় মধুচক্রের। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন আগে ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্রের আসর বন্ধ করা হয়েছিল। কিন্তু এদিন দুপুরে ফের খবর আসে শহরের একটি হোটেলে মধুচক্র চলছে। সঙ্গে সঙ্গেই পুলিশ মধুচক্রের আসর থেকে ২০ জন মহিলা-পুরুষকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হবে। মধুচক্রের আসর বন্ধ করতেই হোটেলগুলিতে যখন তখন পুলিশি অভিযান চালানো হবে বলেও আধিকারিকরা জানান।গোপন সূত্রে সেই খবর পেয়ে শনিবার দুপুরে ওই হোটেলগুলিতে হানা দেয় ডায়মন্ড হারবার থানা ও মহিলা থানার পুলিশবাহিনী ৷ আর সেই অভিযানে প্রতিটি হোটেল থেকেই একাধিক যুবক-যুবতীকে আটক করে পুলিশ ৷ আটক করা হয়েছে, হোটেলগুলির ম্যানেজার এবং কর্মচারীদের ৷ এই নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, “ডায়মন্ড হারবার জেটি ঘাটের কাছে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে ৷ আর সেই হোটেলগুলিতে দিনের পর দিন চলত মধুচক্র ৷ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানা ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ যৌথ অভিযানে নামে ৷ একাধিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করা হয়েছে ৷ এর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *