দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আদালত অবমাননা মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জানা গিয়েছে, তৃণমূল নেতার নিয়মিত ব্যক্তিগত হাজিরা আপাতত রদ করল কলকাতা হাইকোর্ট। বিশেষ বেঞ্চের রুল জারি করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষের আইনজীবী। আগামী ৩০ জুন সোমবার মামলার পরবর্তী শুনানি। আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে রুল জারি করেছিল। এদিন থেকেই ওই মামলার শুনানি হয়েছে। আদালতের নির্দেশে কুণাল ঘোষের নামের অন্তর্ভুক্ত নিয়ে হলফনামা পেশ করা হয়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে তিন বিচারপতির বিশেষ বেঞ্চে সওয়াল করেন। আদালতে কল্যাণ জানান, আদালত অবমাননার রুল জারি করার এক্তিয়ার এই বেঞ্চের নেই। স্বতঃপ্রণোদিত এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “এই বিশেষ বেঞ্চ গঠন করার প্রধান বিচারপতির নির্দেশ আমরা হাতে পাইনি। মামলার শুরুতেই বলছি, আমি যদি কোনও ভুল করে থাকি, তাহলে নিঃশর্ত ক্ষমা চাইছি।” প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করার যে নির্দেশ দিয়েছিলেন, সেটা প্রশাসনিক নির্দেশ। সেখানে তিনি অবমাননার মামলা শুরু করার কোনও প্রক্রিয়ার কথা বলেননি। সওয়াল কল্যাণের। তিনি আরও বলেন, “প্রধান বিচারপতি কোনও রুল জারি করেননি। প্রধান বিচারপতি রুল জারি না করলে এই আদালতের কোনও এক্তিয়ার নেই রুল জারির।”
Hindustan TV Bangla Bengali News Portal