Breaking News

বিধানসভায় ধুন্ধুমার! অগ্নিমিত্রা-শঙ্কর-সহ ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড,বের করা হল মার্শাল দিয়ে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভায় গোলমালের জেরে বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচেতক শঙ্কর ঘোষের পাশাপাশি বিধায়ক মনোজ ওরাঁও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পাল সাসপেন্ড হয়েছেন বলে জানা গিয়েছে।রীতিমতো মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। কেউ কেউ বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। এসব অশান্তির মধ্যে বিল নিয়ে আলোচনার শুরুর নির্দেশে দেন স্পিকার। এদিন বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করায় বিশৃঙ্খলা আরও বাড়ে। যদিও সাসপেন্ড হওয়ার পর অগ্নিমিত্রা পল, দীপক বর্মন নিজেরাই বেরিয়ে গিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরও চরমে ওঠে। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। আরেক বিধায়ক মিহির গোস্বামীও চেপে ধরেন মার্শালকে। নিরাপত্তারক্ষীরা পালটা বলপ্রয়োগ করে সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তারপরও অবশ্য বেশ কয়েকজন অধিবেশনে ছিলেন। তাঁরা ওয়েলে নেমে স্লোগান তুলতে থাকেন। এদিন প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা থাকলেও তা বাদ দেওয়া হয়েছে। ফলে অধিবেশনে নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল নিয়ে আলোচনা শুরু হয় স্পিকারের নির্দেশে। সেসময় অধিবেশন বয়কট করে বিজেপি।ক্ষুব্ধ স্পিকার স্পষ্ট বিরোধী দলনেতাকে বলেন, ”এইভাবে আপনি সভার কাজ বন্ধ করতে পারেন না।” শুভেন্দু দাবি করেন, বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রর ঘড়ি ছিঁড়ে টুকরো হয়েছে, ভেঙে গিয়েছে শংকর ঘোষের চশমাও। স্পিকার বলেন, ”এসব বাইরে গিয়ে প্রেসকে দেখান। এটা পাড়ার রক না। বাইরে গিয়ে বলুন।”সভার শুরুতে সাধারণত প্রশ্নোত্তর পর্ব হয়ে থাকে ৷ এদিন অবশ্য তা হয়নি ৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি রয়েছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছেন ৷ কোনও কোনও মন্ত্রী আবার এই সংক্রান্ত কাজে ব্যস্ত ৷ তাই প্রশ্নোত্তর পর্ব স্থগিত থাকছে ৷ এরপর সভা শুরু হলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির অশোক লাহিড়ী৷ আগের দিন অধিবেশন চলাকালীন তাঁর একটি মন্তব্য বিধানসভার কার্যবিবরণি থেকে বাদ দেন স্পিকার ৷ এই কাজের কারণ জানতে চান অশোক ৷ তাঁর মতে, তিনি কোনও অশালীন মন্তব্য করেননি ৷ এমন কিছু বলেননি যা বিধানসভার কার্যবিবরণি থেকে বাদ দেওয়ার মতো ৷ প্রায় সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা ৷ তাঁরা কাগজ ছিঁড়ে স্লোগান দিতে থাকেন ৷ তাঁদের সর্তকও করেন বিমান ৷ কিন্তু বিজেপি বিধায়করা নিজেদের আসনে ফিরে না এসে একইভাবে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ এরপরই তাঁদের সাসপেন্ড করার দাবি জানান অরূপ ৷ সবমিলিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে প্রবল উত্তেজনা তৈরি হল বিধানসভায় ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *