সৌমিত্র গাঙ্গুলি :- জল্পনা সত্যি করে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি| এদিন বৈদ্যবাটির সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন আসানসোল পুরসভার প্রাক্তন প্রশাসক |আর জিতেন্দ্র তিওয়ারির দলবদলের সঙ্গে সঙ্গে তার বিধায়ক কার্যালয় দখল নিল তৃণমূল কর্মীরা | গোবর জল ছিটিয়ে করা হলো শুদ্ধিকরণ |
ভেঙে দেওয়া হল জিতেন্দ্র তিওয়ারি নামের ফলক | জিতেন্দ্র তিওয়ারি বিজেপির ঝান্ডা ধরার খবর ছড়িয়ে পড়তে পান্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,পশ্চিম বর্ধমান জেলার কো-অর্ডিনেটর হরে রাম সিং এর নেতৃত্বে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা হরিপুরে অবস্থিত জিতেন্দ্র তিওয়ারির বিধায়ক কার্যালয়ে উপস্থিত হন | নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান যা হয়েছে ভালই হয়েছে,মানুষকে ঠকানোর জন্য টিএমসিতে কোনও জায়গা নেই | কয়লা, লোহা ও বালি চোরের জন্য টিএমসিতে কোনও জায়গা নেই, এখন পান্ডেশ্বরে আসল খেলা হবে | জিতেন্দ্র তিওয়ারীর দল ছাড়াই আজ সমস্ত টিএমসি কর্মী অত্যন্ত খুশি বলে জানান নরেন্দ্র চক্রবর্তী | টিএমসির জেলা কো-অর্ডিনেটর হরে রাম সিং বলেন যে জিতেন্দ্র তিওয়ারির দলবিরোধী সিদ্ধান্তের পরে আমরা তাকে কখনও মেনে নিইনি | আমরা জানতাম যে জিতেন্দ্র তিওয়ারি একদিন টিএমসির পিঠে ছুরিকাঘাত করবে, দল বিরোধী লোকেরা দল থেকে দূরে সরে যাওয়ার কারণে টিএমসি আরও শক্তিশালী হয়েছে |