Breaking News

বামফ্রন্ট-এর প্রার্থী তালিকায় তারুণ্যের বড় চমক,থাকছে একাধিক হেভিওয়েটের নাম,কে কোথায় দাঁড়াতে পারেন?

নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবারই প্রথম দফার নির্বাচনের জন্য বিবৃতি জারি করছে কমিশন | শীঘ্রই শুরু হয়ে যাবে মনোনয়ন প্রক্রিয়া | তাই আর দেরি করতে চায় না বামফ্রন্ট | তৃণমূল, বিজেপির মতো বামেদের প্রার্থীতালিকাতেও বেশ কিছু চমক থাকছে| আলিমুদ্দিন সূত্রের খবর, প্রথম দু’দফায় ৬০ আসনের মধ্যে নিজেদের ভাগে থাকা আসনগুলির প্রার্থী তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট|

এবার বামেদের প্রার্থী তালিকায় থাকছেন ৪০ থেকে ৫০ শতাংশ তরুণ প্রার্থী | একুশের ভোটে প্রার্থী হচ্ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র | বাম অলিন্দে গুঞ্জন, এবার সিপিএমের প্রার্থী তালিকায় তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে |

একনজরে একুশের বিধানসভা নির্বাচনে বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা

সিপিআইএম

  • চণ্ডীতলা (হুগলি)- মহম্মদ সেলিম
  • দূর্গাপুর পূর্ব- ঐশী ঘোষ
  • বালি- দীপ্সিতা ধর
  • গড়বেতা- তপন ঘোষ
  • শালবনি- সুশান্ত ঘোষ
  • কসবা- শতরূপ ঘোষ
  • নারায়ণগড়- তাপস সিনহা
  • শিলিগুড়ি- অশোক ভট্টাচার্য
  • কামারহাটি- মানস মুখোপাধ্যায়
  • যাদবপুর- সুজন চক্রবর্তী
  • বেলেঘাটা- রাজীব বিশ্বাস
  • বরানগর- সায়নদীপ মিত্র
  • দেবদূত ঘোষ- টলিগঞ্জ
  • বেহালা পশ্চিম- নীহার ভক্ত
  • বীজপুর/খড়দা- দেবজ্যোতি দাস
  • পাণ্ডবেশ্বর/ কুলটি- মীনাক্ষী মুখোপাধ্যায়
  • বেহালা পূর্ব- সুমিতা হর চৌধুরী/ সৃজন ভট্টাচার্য
  • কাশিপুর বেলগাছিয়া- প্রতীপ দাশগুপ্ত / কনীনিকা ঘোষ বোস
  • রানিবাঁধ- দেবলীনা হেমব্রম

আরএসপি

  • বোলপুর- তপন হোড়
  • গোসাবা-অনিল মন্ডল
  • বাসন্তী- সমর বিশ্বাস
  • ছাতনা- ফাল্গুনী মুখার্জি
  • তপন- রঘু ওরাঁও

ফরওয়ার্ড ব্লক

  • চাকুলিয়া- ইমরান রামজ
  • দিনহাটা- আব্দুল রউফ

সিপিআই

  • দাঁতন- শিশির পাত্র
  • পটাশপুর- সৈকত গিরি
  • পাঁশকুড়া পশ্চিম- চিত্তরঞ্জন দাস ঠাকুর
  • তমলুক- গৌতম পান্ডা
  • হিঙ্গলগঞ্জ- রঞ্জন মন্ডল
  • ইটাহার- শ্রীকুমার মুখার্জি
  • গাইঘাটা- কপিল কৃষ্ণ ঠাকুর

এন্টালিতে সম্ভবত প্রার্থী দিতে চলেছে আব্বাস সিদ্দিকীর আইএসএফ | সূত্রের খবর,এদিকে আইএসএফের সঙ্গে কংগ্রেসের আসন জট কার্যত কাটার মুখে | দক্ষিণবঙ্গে যাবতীয় জট কেটে গিয়েছে। সূত্রের খবর, আইএসএফের জন্য আরও ছ’টি আসন ছাড়ছে কংগ্রেস | উত্তরবঙ্গ নিয়ে আলোচনা চলছে |মালদহ-মুর্শিদাবাদে ২-৩টি আসনে প্রার্থী দিতে চায় আইএসএফ। কিন্তু কংগ্রেস তাতে রাজি নয় | যা নিয়ে সামান্য জটিলতা আছে | এদিকে কংগ্রেসও নিজেদের মতো করে প্রার্থী তালিকার খসড়া তৈরি করে ফেলেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *