নিজস্ব সংবাদদাতা :-বড় সাফল্য পেল পলাশিপাড়ার থানার পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার হল। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ছয় কোটি টাকা।ধৃতদের আজ পুলিশ হেফাজতে চেয়ে আদালতে তোলা হয় |ঘটনায় গ্রেফতার হয়েছেন ২ যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নদিয়ার তেহট্টের পলাশিপাড়া থানা এলাকায়। হেরোইন পাচারের অভিযোগে প্রায় ৬ কোটি টাকার হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সিরাজুল শেখ ও আব্দুল্লাহ শেখ। তাঁদের বাড়ি বড়নলদহে| শুক্রবার পোতারপাড়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে পোতারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ব্যাগ সহ দুই যুবককে আটক করা হয়। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৭ কেজি ৫০৯ গ্রাম হেরোইন| এই হেরোইন তারা অন্য কাউকে দেওয়ার ওই বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল বলে জানা গিয়েছে।ধৃতদের শনিবার আদালতে তোলা হয় । তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে কোথা থেকে এই বিপুল পরিমাণ হেরোইন তারা পেল এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে তারা দাঁড়িয়েছিল। এছাড়াও এই ঘটনার সঙ্গে আরও কোন বড়সড় মাথা জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal