দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অযোগ্য বলে চিহ্নিতদের কেন নতুন করে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে, রাজ্যের কাছে তা জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য | ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করবে | এখনও পর্যন্ত অযোগ্য বলে যাঁরা চিহ্নিত নয়, তাঁদেরকে এই পরীক্ষায় বসতে দিতে হবে | সুপ্রিম কোর্টের নির্দেশমতো গত ৩০ মে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি দেয় | সেখানে দেখানো হয়েছে ৪০ হাজারেরও বেশি শূন্য পদ|আগামী সোমবারের মধ্যে রাজ্য ও কমিশনকে সেই বিষয়ে জানাতে হবে, এমনই নির্দেশ দিল আদালত। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়।বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন বলেন, “স্কুল সার্ভিস কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে একাধিক প্রশ্ন রয়েছে । সেগুলোর উত্তর দিন আপনারা । সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্বেও আপনারা কেন অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন তা আদালতকে জানান ।” মামলাকারীর তরফে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ৩০ মে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে কোথাও উল্লেখ করা হয়নি যে, অযোগ্য বলে চিহ্নিতরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন কি না ।যদিও রাজ্যের আইনজীবীর বক্তব্য, রাজ্য এখনও পর্যন্ত যা যা করেছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করেছে । যদিও রাজ্যের তরফে এ বিষয়ে জানানোর জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়েছে । পাশাপাশি নতুন পরীক্ষায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। স্বাভাবিকভাবেই মামলাকারীরা প্রশ্ন তুলেছেন, যাঁদের শিক্ষকতা করার অভিজ্ঞতা নেই তাঁরা প্রথমেই ১০ নম্বর কম পেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবেন | তাঁদেরকে অনেকটাই পিছিয়ে পড়তে হবে | আগামী সোমবারের মধ্যে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন এই ব্যাপারে তাদের বক্তব্য আদালতকে জানাবে বলেছে |
Hindustan TV Bangla Bengali News Portal