নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- ২০২৬এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করতে রাজ্যের সমস্ত বিরোধী দলের কর্মীদের একজোট হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার পরে প্রথম বক্তৃতায় সরাসরি সিপিএমের বিরুদ্ধে ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেওয়ার অভিযোগ করলেন তিনি। দায়িত্ব নিয়ে প্রথম বার্তাতেই আক্রমণাত্মক ভঙ্গি শমীকের। বলেন, ‘‘একদিন বাংলায় বিজেপি অপাঙক্তেয় ছিল, আমাদের ভোট ১ শতাংশের নীচে ছিল। আর আজ বাংলার মানুষ তৃণমূলকে হঠিয়ে বাংলায় বিজেপির সরকার গঠনের জন্য তৈরি হচ্ছেন। এবারে আর দু’শ পার নয়, তৃণমূলের পরপার নিশ্চিত।” শমীক এও বলেন, “মমতার বিকল্প মুখ কোথায়? বাংলার মানুষ স্থির করে নিয়েছেন, ছাব্বিশের ভোটে তৃণমূলকে তাঁরা বিদায় দেবেন, কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক আর কাজে লাগছে না। দুর্নীতির সরকারকে হঠাতে মানুষ বদ্ধ পরিকর।”এদিন শমীকবাবু বলেন, ‘সমস্ত সিপিআইএমের ভাই – বন্ধু শুনুন। সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসিদের উদ্দেশে বলছি। ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। আড়ালে চক্রান্ত করবেন না। বিজেপি কারও দয়ায় এই জায়গায় পৌঁছয়নি। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি।’ রাজ্যের বিরোধী দলগুলির কর্মীদের কাছে রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতির আবেদন, ‘তাই যার যা পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন। পথে নামুন। তৃণমূলকে সরান। তৃণমূলকে বিসর্জন দিন। ২০২৬এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।’
Hindustan TV Bangla Bengali News Portal