Breaking News

‘দিদির পাশে থেকে মানুষের সেবা করতে চাই’, তৃণমূলে যোগ দিয়ে বললেন অভিনেত্রী সায়ন্তিকা

দেবরীনা মণ্ডল সাহা :- তৃণমূলে আবার তারকা যোগদান | এইবার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে | বুধবার তৃণমূল ভবনে রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুলের পতাকা তুলে নেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | যোগদান করেই তিনি জানালেন, “দিদির পাশে থেকে মানুষের সেবা করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই | আমাকে সে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে অনেক ধন্যবাদ | আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সেই দায়িত্ব পালন করতে পারি | বিগত দশ বছর ধরে আমি দিদির পাশে ছিলাম, আগামিদিনেও থাকব | আজকে থেকে দিদির পাশে থেকে তাঁর হাত শক্ত করবে | মানুষের সেবা করব |”

পাশাপাশি বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় বলে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায় সায়ন্তিকাকে | অন্যদিকে, তৃণমূল সূত্রে খবর আজই দলে যোগদান করতে পারেন দুই আমলাও | সম্ভবত হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা তৃণমূলে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে | আরও চমক থাকতে পারে প্রার্থী তালিকায় বলে খবর | টলি তারকাদের মধ্যে সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, জুন মালিয়া এবং ক্রীড়াজগতের মনোজ তিওয়ারি ও সৌমিক দে প্রার্থী হতে পারেন বলে জল্পনা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *