Breaking News

তৃণমূল ছেড়ে এসেছেন বিজেপিতে, জানেন না প্রার্থী হবেন কি? তা সত্ত্বেও দেওয়াল লিখন থেকে কোন্নগরে ভোটপ্রচারে প্রবীর ঘোষাল, কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের

প্রসেনজিৎ ধর, হুগলি:- রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত তাঁদের প্রার্থী তালিকা তৈরীতে | খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলো ২৯৪ টি আসনে তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন|আর প্রার্থী তালিকা ঘোষণার আগেই বুধবার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা প্রবীর ঘোষালকে দেখা গেল কোন্নগরের চটকল এলাকায় দেওয়াল লেখার কাজে দলের কর্মী -সমর্থকদের সঙ্গে হাত লাগালেন স্বয়ং প্রবীরবাবু |

এ বিষয়ে প্রবীরবাবু বলেন, ‘এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে | আমি আমার স্থানীয় এলাকায় প্রচারে নেমে দেওয়াল লিখন শুরু করেছি |’ তিনি আরও বলেন, ‘বিধানসভা ভোটে আমাকে প্রার্থী করলে লড়াই করব |’প্রবীরের এই কটাক্ষের জবাব দিতে ভোলেননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব | তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘বিজেপি সামাজিক ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে | নতুন আর পুরানোদের মধ্যে টিকিট পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে | দলের মধ্যে নতুন করে জায়গা পাওয়া অথবা পুরনোদের জায়গা ধরে রাখা সবই চলছে | সেই দ্বন্দ্বের জন্যেই কি আগে থেকে দেওয়াল বুকিং করতে নেমেছেন ?তৃণমূলের জেলা সভাপতি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রবীর ঘোষালের দিকে | প্রসঙ্গত,মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সদস্যপদ ছাড়ার দিনই প্রবীরের অফিসের সামনে তাঁকে ‘গদ্দার’ বলে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *