দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে এবার চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। সূত্রের খবর, শিয়ালদহ মেন লাইন ও বনগাঁ শাখায় এই পরিষেবা শুরু হতে পারে | এখনও পর্যন্ত জানা গিয়েছে, বারাসত বা বনগাঁ পর্যন্ত চলবে সেটি। আগেই একটি এসি লোকালের রেক এসে কারসেডে রয়েছে। সেটি রানাঘাট-শিয়ালদহ রুটে চলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কলকাতা-মালদহ রুটে একটি ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদহ ডিভিশন।পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন দু’টি সম্ভবত আগামী ১৮ জুলাই পথচলা শুরু করতে পারে। ১৮ জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা কর্মসূচী হতে পারে। সেদিনই দুটি রুটে এসি লোকাল ও ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন হবে।জানা গিয়েছে, এসি লোকাল দু’টি গ্যালপিংভাবে চলবে। ওই একই দিন বাংলার আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন হওয়ার কথা। কলকাতা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। শনি ও রবিবার সপ্তাহে দু’দিন চলবে ট্রেনটি। কলকাতা-রানাঘাট-মুর্শিদাবাদ-আজিমগঞ্জ হয়ে মালদহে যাবে এই ট্রেন। জানা যাচ্ছে, বনগী শাখার ক্ষেত্রে রানাঘাট, কৃষ্ণনগরের মতো একই ভাতা ধার্য করা হবে। শিয়ালদা-বারাসাত রুটে প্রত্যেকদিন ভাড়া হতে পারে ৫৬ টাকা। এক্ষেত্রে মান্থলি হাত পারে ৯৯৯০ টাকা। শিয়ালদা থেকে হাবড়া যেতে হলে ভাড়া পড়াতে পারে প্রতিদিন ৮০ টাকা। মান্থলি হিসাবে ২,৭২০ টাকা।গোবরডাঙার ক্ষেত্রে যথাক্রমে ৯৯ টাকা দৈনিক এবং মান্থলি ২,০৯০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১৯০ টাকা দৈনিক এবং মাসিক পড়তে পারে ২,২০২০ টাকা। দমদম পর্যন্ত প্রত্যেকদিনের ভাড়া ২৯ টাকা। মাসিক ভাড়া ৫৯০ টাকা।এসি লোকালগুলিতে মেট্রোর মতোই স্টেশন এলেই খুলবে ট্রেনের দরজা। ক্যামেরা থাকবে সব কামড়ায়। ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা হবে না যাত্রীদের। পাশাপাশি টক ব্যাকও থাকবে। প্রথাম শিয়ালদা মেইন লাইনে চালানো হবে ট্রেনটি। মেট্রোর মতোই এতে থাকছে জিপিএস বেসড অ্যানাউন্সামন্ট সিস্টেম। ফলে কোনও সমস্যা হলে মাঙ্গ সাঙ্গ তা জানাতে পারবেন যাত্রীরা।
Hindustan TV Bangla Bengali News Portal