Breaking News

‘প্রতিশ্রুতি’ দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন কৈলাস বিজয়বর্গীয়, কৈলাসের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ ফিরহাদ হাকিম

নিজস্ব সংবাদদাতা :- এবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম| নির্বাচনের দিন ঘোষণার পরেই বাউলদের সভায় গিয়ে তাঁদের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ কৈলাসের বিরুদ্ধে করেছেন ফিরহাদ | মঙ্গলবারের ঘটনা,এ দিন শহিদ মিনারের পাদদেশে ভারতের কীর্তন বাউল ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সমাবেশে যোগদান করেন কৈলাস বিজয়বর্গীয় | ওই অনুষ্ঠান থেকে কৈলাস বলেন, ইতিমধ্যে শিল্পী সংসদের এক হাজার জনের পেনশনের ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদি | ১৪ মার্চ থেকে ৭০ বছরের বেশি বয়সী শিল্পীরা এই পেনশন পাবেন | প্রতিশ্রুতি দেন, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলেই ষাটোর্ধ্ব বাকি শিল্পীরাও পেনশন পাবেন এবং প্রথম কেবিনেট বৈঠকেই এই নিয়ে সিদ্ধান্ত হবে| একই সঙ্গে বিজেপির হয়ে স্লোগান তুলতেও দেখা যায় তাঁকে| এই নিয়েই ফিরহাদ কমিশনের দ্বারস্থ | ফিরহাদ হাকিম বলেন, “টিভিতে দেখলাম একটা অনুষ্ঠানে কৈলাস বিজয়বর্গীয় ভাতার কথা বলছেন | তিনি একটি দলের হয়ে কী ভাবে এই কথা বলতে পারেন? প্রশ্নগুলি আমরা নির্বাচন কমিশনে রেখেছি | আশা করি সুবিচার পাব | যদি নিজের এই কথায় নির্বাচনী বিধিভঙ্গ হয়নি বলে দাবি করেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়-র | দিন দুয়েক আগেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে কমিশনের নালিশ জানিয়েছিল বিজেপি | এবার নির্বাচন কমিশনে গেলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *