দেবরীনা মণ্ডল সাহা :-প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে টানাপোড়েন অব্যাহত | প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে মামলা দায় করল রাজ্য সরকার | গত ২২ ফেব্রুয়ারি রাজ্যের ১৬,৫০০ শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ| আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল মামলা দায়ের করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ| সূত্রের খবর, হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে আপিল মামালাটি | সিঙ্গেল বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ার সময় রাজ্যের বক্তব্য ঠিকমতো শোনেনি বলে দাবি করা হয়েছে আপিলে |তবে শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছিলেন তাঁরাও আজ সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন | আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে |