নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাংলার মানুষের রায়ে তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাই তাঁর কাজ করার অধিকার আছে। হুঁশিয়ারি দিয়ে বললেন, “বাংলায় যদি সমস্যা তৈরি করেন, আমি সারা দেশ ঘুরে ঘুরে আপনাদের জবাব দেব। আমি দেখব কতটা আটকে রাখতে পারেন।”বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত দীর্ঘ মিছিলের পরে একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “এই যে রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্তা চলছে, এটা শুধু ইমার্জেন্সি নয়, ইমার্জেন্সির থেকেও ভয়ংকর । এটা সুপার ইমার্জেন্সিও নয়, এটা একটা ভয়ানক দুঃশাসনের চেহারা নিচ্ছে ।” সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেন, “২০২৬-এ বাংলা থাকবে আমাদের দখলে । তারপর ইন্ডিয়া জোট দিল্লি দখলের লড়াইয়ে নামবে ।” দিল্লি, বিহার, মহারাষ্ট্র ও ওড়িশার উদাহরণ তুলে ধরে মমতা অভিযোগ করেন, এই সমস্ত রাজ্যে যাঁরা বাংলা ভাষায় কথা বলেন, তাঁদের সঙ্গে চলছে নিত্যদিনের নিগ্রহ । দিল্লিতে বাঙালিদের জলের লাইন, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । অসম সরকার নাকি নোটিশ পাঠাচ্ছে বাংলা ভাষাভাষীদের ৷ এসবের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, “বাংলা ভাষা কি অপরাধ ? রোহিঙ্গা বলে দেবে বাংলা বললেই ? এভাবে দেশ চলতে পারে না ।”মমতার হুঁশিয়ারি, “আমি বাংলায় কাজ করি। বাংলার লোকে আমাকে বেছে নিয়েছেন। আমাকে বাংলায় কাজ করতে দিন। বাংলায় আমার সমস্যা করলে আমি গোটা ভারতে ঘুরব। আমাকে আপনারা আটকে রাখতে পারবেন না। আমি দেখব কতগুলি ডিটেনশন ক্যাম্পে আমাকে নিয়ে যেতে পারেন। সেখানে গিয়েও আমি বাংলাতেই কথা বলব। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে বাংলার মানুষও বিজেপিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ভাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে। বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো।”
Hindustan TV Bangla Bengali News Portal