প্রসেনজিৎ ধর, কলকাতা :-নিকো পার্কে ফের বিপত্তি। ওয়াটার পার্কে স্নান করার সময় মৃত্যু হল ১৮ বছর বয়সি এক যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মজার মুহূর্তের মাঝে হঠাৎ মৃত্যু কীভাবে, তদন্ত করছে পুলিশ।বুধবার সকালে বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে ঘুরতে গিয়েছিলেন উল্টোডাঙা এলাকার বাসিন্দা রাহুল। নিক্কো পার্কের ওয়াটার পার্কে যখন তাঁরা স্নান করতে নামেন, তখন আচমকাই সংজ্ঞা হারান ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেছে।
নিক্কো পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুর ১টার কিছু পরে ঘটনাটি তাঁদের নজরে আসে। নিক্কো পার্কের ভিতরে ‘নায়গ্রা ফল’ নামে একটি প্রমোদস্থল রয়েছে। পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ রায় সিঙ্ঘানিয়া জানান, তাঁরা দেখতে পান ওই ‘নায়গ্রা ফল’ থেকে এক যুবককে নামানো হচ্ছে। ওই যুবক সেই সময় সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। বিষয়টি নজরে আসার পরেই পার্ক চত্বরেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। দেরি না করে তৎক্ষণাৎ পার্কের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
নিকোপার্ক কর্তৃপক্ষের কথায়, ‘সকলের বয়সই আন্দাজ ১৮-২০ বছরের মধ্যে। ঘটনাটি যখন ঘটে, আমাদের লাইফ গার্ডরা দুই-তিন মিনিটের মধ্যেই সঙ্গে সঙ্গে তাকে ফার্স্ট এইড সেকশনে নিয়ে যায়। নার্স জানান পালস খুব স্লো চলছে। তাই এখান থেকে ৫ মিনিটের দূরত্বে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।’
তাঁরা আরও জানান, ঠিক কী ঘটেছে সেটা জানতে বিশেষ অসুবিধা হবে না কারণ নিকোপার্কের ওই এলাকা গোটাটাই সিসিটিভিতে মোড়া রয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে রাহুলের আশপাশে থাকা বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ |
Hindustan TV Bangla Bengali News Portal