প্রসেনজিৎ ধর :- মালদহের চাঁচল থেকে কাজের জন্য পাঞ্জাবের লুধিয়ানায় গিয়েছিলেন ছ’জন। তাঁদের গ্রেফতার করল লুধিয়ানার পুলিশ। বর্তমানে তাঁরা লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। ঘটনায় উদ্বিগ্ন ওই ৬ পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা।সপ্তাহ তিনেক আগে মালদার চাঁচল-১ ব্লকের বেলপুকুর এলাকার ছ’জন গিয়েছিলেন পঞ্জাবের লুধিয়ানায়। অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিককে পঞ্জাবের লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি করে রাখা হয়েছে। শ্রম দফতর সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে পশুহত্যা-সহ তিনটি ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্যের তরফে এ নিয়ে যোগাযোগের চেষ্টা চলছে পঞ্জাব প্রশাসনের সঙ্গে।উদ্বেগে ওই শ্রমিকদের পরিবার। ছয় পরিবারই জানাচ্ছে, বাড়ির একমাত্র রোজগেরে সদস্য তাঁরা। পরিবার সূত্রে খবর, লুধিয়ানার জেলে বন্দি থাকা মালদহের ছয় বাসিন্দার নাম জাকির হোসেন, রাইহান আলম, কুরবান আলি, আজম আলি, মিনজার আলি এবং মুক্তার আলম। তাঁরা পঞ্জাবের একটি বড় হোটেলে মাংস কাটার কাজ করতেন। মাত্র তিন সপ্তাহ আগে কাজ করতে যাওয়া ছয় শ্রমিককে পশুহত্যার অপরাধে কেন এবং কী ভাবে জেলে ভরে দেওয়া হল, মাথায় ঢুকছে না স্থানীয়দের। বাড়ির লোকজন বলছেন, তাঁরা খবর পেয়েছেন পুলিশি হেফাজতে শারীরিক অত্যাচার করা হচ্ছে ওই ছ’জনকে। এমনকি, আদালতে লড়ার জন্য আইনজীবী ঠিক হলেও তাঁরা মাথা পিছু ১০ হাজার টাকা করে ‘ফি’ নিয়ে আইনি সহায়তা করেননি বলে অভিযোগ।
বুধবার পরিবারগুলিকে আশ্বাস দিতে বেলপুকুর গ্রামে গিয়েছিলেন মালদহ জেলা ওয়েলফেয়ার কমিটির সদস্য তথা সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। তিনি শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য পরিযায়ী শ্রমিক কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন |বুধবার বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন্রাজ্যে আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও |
Hindustan TV Bangla Bengali News Portal