নিজস্ব সংবাদদাতা :- ভোট পরবর্তী হিংসা মামলায় সাময়িক স্বস্তি পেলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল , কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। নিম্ন আদালতে তাঁদের হাজিরা পিছিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, ১ অগস্ট পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় সিবিআই চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম রয়েছে। এরপরই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আগাম জামিনের জন্য। সেই মামলাতেই আপাত স্বস্তি মিলল তৃণমূল বিধায়ক পরেশ পালদের |গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর খুন হন কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের লোকজনের অভিযোগ, তাঁকে নৃশংস অত্যাচার করে খুন করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সেই সময় সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেয়। তাতে মোট ২০ অভিযুক্তের নাম ছিল।চলতি মাসে দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে মোট ১৮ জনের নাম ছিল। ওই তালিকায় ছিলেন বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলরের। তারপরই তড়িঘড়ি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। আগাম জামিনের আর্জি জানান। বুধবার কলকাতা হাই কোর্টে ওই মামলার শুনানিতে স্বস্তি পেলেন বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ।
Hindustan TV Bangla Bengali News Portal