প্রসেনজিৎ ধর,কলকাতা :- ‘বাংলাভাষীদের উপর হেনস্তা’র প্রতিবাদে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এনআরসি-র নোটিশ ও রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে ৷ তাঁর দাবি, যে জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম যে বাংলায় হয়েছে, সেখানকার ভাষার উপর আঘাত এলে তা মানা হবে না, হবে ঘেরাও কর্মসূচি হবে ৷ তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, প্রয়োজনে লড়াই যাবে দিল্লিতে ৷জননেত্রীর কথায়, ”বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কী খাবে, তা নিয়েও বলে দেবে ওরা! জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে।” প্রয়োজনে নতুন করে ভাষা আন্দোলনের কথাও বললেন তৃণমূল সুপ্রিমো। আর এখানেই আর পাঁচজন রাজনীতিবিদের চেয়ে নিজের পৃথক চরিত্র ফের প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বলেই ক্ষান্ত হলেন না। মাতৃভাষা রক্ষায় দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন।বিবিধের মাঝে মহান মিলনের বাংলায় সব ভাষাভাষীর মানুষকে নিয়ে শনি-রবিবার মিছিল, মিটিংয়ের কথা বললেন তিনি। মমতার কথায়, ”দলের সাংসদদের বলব, সমাজের বিশিষ্টজনেদের সঙ্গে নিয়ে ভাষা শহিদ উদ্যানে ধরনায় বসুন।” বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ জানাতে আগামী ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার মিটিং-মিছিল করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী । দলের কর্মী-সমর্থকদের এই নিয়ে প্রতিবাদে নামার ডাক দিয়ে তিনি বলেন, “জীবন দিতে রাজি আছি ৷ ভাষার উপর অত্যাচার মানব না ৷ আমরা সব ভাষাকে ভালোবাসি ।”
একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “বাংলা ভাষার উপর কেন সন্ত্রাস চলছে ? বাংলা স্বাধীনতার জন্য লড়েছে । নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই । বাংলার মাটি দুর্বৃত্তদের হতে দেব না । বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয়, তাহলে এই লড়াই দিল্লিতে হবে । আমি ছাড়ার লোক নেই । এই লড়াই আমাদের জিততে হবে ৷”মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের একটি সার্কুলার তুলে ধরে বলেন, “কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যগুলিকে সার্কুলার পাঠিয়েছে। একমাসের জন্য যাকে ইচ্ছা সন্দেহ হলেই জেলে ভরতে পারবে । এর জোরে এক হাজারেরও বেশি লোককে বাংলাদেশে পাঠিয়েছে । রাজবংশী ও মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে ।”
Hindustan TV Bangla Bengali News Portal