Breaking News

‘খুব ভাল কাজ হয়েছে’, তৃণমূলের ২১ জুলাইয়ের পুলিশি ব্যবস্থায় সন্তুষ্ট হাইকোর্ট,কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট বিচারপতির!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সমাবেশ শুরুর আগে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একাধিক শর্ত দিয়েছিল মিছিলের জন্যও। সেই নির্দেশ মতো পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে সন্তুষ্ট রাজ্যের উচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘খুব ভাল কাজ করেছে পুলিশ।’এবারের একুশে জুলাইয়ে নিত্যযাত্রীদের রাজপথে যাতে হয়রানির শিকার হতে না-হয়, সেজন্য সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হাইকোর্ট ও অন্যান্য অফিসের সামনের রাস্তায় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ সেই নির্দেশ মানতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয় ৷ তার ফলও মিলেছে হাতেনাতে ৷ সোমবার সকালে এজলাসে বসেই কলকাতা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । আজ সকালে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে ভিড় সংক্রান্ত এক মামলায় বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ ছিল, ট্রাফিক সমস্যার কারণে আমজনতার যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে পুলিশকে নজর রাখতে হবে। এমনকী মিছিলের সময়সীমা বেঁধে দিয়ে বিচারপতির নির্দেশ ছিল, সকাল ৯টার মধ্যে সমস্ত দিক থেকে মিছিল কলকাতায় প্রবেশের অনুমতি দিতে হবে। তারপর আর যেন কোনও মিছিল শহরে ঢুকতে না পারে, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ।এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি বড় মিছিল ধর্মতলার উদ্দেশে গেছে। শ্যামবাজার মোড়, হাজরা পার্ক, হেদুয়া পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে একে একে হয়েছে মিছিল। সোমবার তৃণমূলের কর্মীদের জমায়েত হয়েছে শহরের মোট ২২টি পয়েন্টে। প্রতিটি মিছিলে রয়েছে শীর্ষ নেতৃত্ব। এছাড়াও একুশে জুলাইয়ের জন্য কলকাতা পুলিশ নিয়েছে একাধিক ব্যবস্থা ।সভাস্থলের আশপাশে প্রায় 14টি জোন করা হয়েছে । যেখানে IPS পদমর্যাদার একাধিক পুলিশ আধিকারিকরা দায়িত্বে থাকছেন । এছাড়াও শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে একজন করে সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার মোতায়েন রাখা হয়েছে । এই দিনগুলিতে শহরের মেট্রোয় বাইরের প্রচুর কর্মী সমর্থকদের ভিড় জমে । 21 জুলাইয়ের দিন শহরের ধর্মতলা চত্বর ছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে । প্রতিটি জায়গায় IPS পদমর্যাদার অফিসারের নেতৃত্বে থাকছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার-সহ অফিসার ইন চার্জ পদমর্যাদার অফিসাররা । বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৮টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে বলে সূত্রের খবর । মিছিলে আসা সমর্থকদের নিয়ন্ত্রণ করতে বেশকিছু জায়গায় বাঁশের গেট ও টিনের ব্যারিকেড ব্যবহার করা হচ্ছে । বেশ কিছু জায়গায় জায়ান্ট স্ক্রিন রাখা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর । তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের কাছে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে । প্রতিটি মিছিলের শুরুতে ও শেষে থাকছে পুলিশ ও বড় বড় মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকছেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *