নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসসেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বি কম সেমিস্টার ৪ এবং বিএ এলএলবি সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। সময়ও দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা। যা নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে তৃণমূল। অন্যদিকে, নিজেদের সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয়।তৃণাঙ্কুরের অভিযোগ, ‘‘আজকের ছাত্র-যুব সমাজ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে।’’ তাঁর দাবি, ২৮ অগস্ট দুপুর ২টো থেকে বিকেলে ৫টা পর্যন্ত বিকম সেমিস্টার-৪ এবং বিএ এলএলবি সেমিস্টার-৪ এর পরীক্ষার যে সূচি ঘোষণা করা হয়েছে, তা সাধারণ কোনও ‘অ্যাকাডেমিক সিদ্ধান্ত’ নয়। তিনি বলেন, ‘‘এটি হল ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।’’ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে টিএমসিপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ পড়ুয়ারাও সমস্যায় পড়বেন বলে দাবি করেন তৃণাঙ্কুর। পরীক্ষা-বিতর্ক প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, ‘‘আমরা বিষয়টি এখনও জানি না। আপনাদের মুখ থেকেই শুনলাম। সোমবার দিন পরীক্ষা নিয়ামকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব, তার পর আপনাদের সিদ্ধান্তের কথা জানাব।’’
Hindustan TV Bangla Bengali News Portal