প্রসেনজিৎ ধর, কলকাতা :-শহরে ফের বেপরোয়া গতির বলি তরুণ প্রাণ। শনিবার দুপুরে কেষ্টপুরে ভিআইপি রোডে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় ডেলিভারি বয়ের। ঘটনার পরই স্থানীয়রা দিনের পর দিন গাড়ির ‘বেপরোয়া গতি’ নিয়ে ক্ষোভ উগরে দেন। এলাকাজুড়ে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।মৃত যুবকের নাম অমিত মান্না। তিনি মেদিনীপুরের বাসিন্দা। কলকাতায় ডেলিভারি বয়ের কাজ করতেন। সকালে কাজে বেরিয়েছিলেন। কেষ্টপুর মোড়ে তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাগুইহাটির দিক থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল ২১১ রুটের বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে অমিতকে ধাক্কা মারে বাসটি।রাস্তায় ছিটকে পড়েন যুবক। বাসের চাকায় পিষ্ট হন অমিত। তড়িঘড়ি ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা। অমিতকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও কন্ডাক্টর এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিধাননগর ট্রাফিক গার্ড। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, শহরে দিনের পর দিন বাস ও অন্য যানবাহনের বেপরোয়া গতি বন্ধ করা যাচ্ছে না। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও চালকদের আচরণে কোনও পরিবর্তন আসছে না বলেই দাবি স্থানীয়দের।
Hindustan TV Bangla Bengali News Portal