Breaking News

বাঙালি ‘হেনস্তা’র বিরোধিতায় অভিষেকের ভার্চুয়াল বৈঠকের দিনবদল!৮ নয় ৫ অগাস্ট বৈঠকে অভিষেক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভিনরাজ্যে বাঙালি ‘হেনস্তা’ থেকে শুরু করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতায় দলের সুর বেঁধে দিতে জেলাস্তরে দলীয় সংগঠনকে নিয়ে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট ভার্চুয়ালি সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় স্তরে কর্মসূচি-সহ একাধিক কারণে সেই বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, ৮ আগস্টের বদলে তা হবে ৫ তারিখ।৮ তারিখ দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে INDIA জোটের। সেখানে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ওইদিনের দলীয় বৈঠক এগিয়ে আনার সিদ্ধান্ত।বাংলাভাষীদের উপর কেন্দ্রীয় সরকারের রাজ্যে অত্যাচার, এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম কাটার বিজেপির ষড়যন্ত্র, এর প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে তৃণমূলের আন্দোলন। সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক। এসবের মধ্যেই ভার্চুয়াল বৈঠক ডাকেন তিনি। দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে।তবে সেই দিনটি বদল করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *