প্রসেনজিৎ ধর, কলকাতা :- একদিকে টানা বৃষ্টি। জলমগ্ন শহর সহ আশেপাশের বেশ কিছু এলাকা। অন্যদিকে, ডিভিসির ছাড়া জল। জোড়া ফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। জলযন্ত্রনায় ভুগছে এলাকাবাসী। এরই মধ্যে এবার জলমগ্ন এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ আগষ্ট ঘাটাল যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের |ঘাটালের প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখে ওইদিন চলে যেতে পারেন ঝাড়গ্রামে। পরেরদিন অর্থাৎ ৬ আগস্ট সেখানে ‘ভাষা আন্দোলনে’ শামিল হবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে তাঁর নেতৃত্বে হবে ভাষা মিছিল। এবার সেই পরিস্থিতিই সরেজমিনে খতিয়ে দেখতে ঘাটাল যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ আগস্ট, মঙ্গলবার তার আগে তিনি যেতে পারেন হুগলির আরামবাগে। সেখানেও প্লাবন পরিস্থিতি। এরপর আরামবাগ থেকে মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল যাওয়ার কথা শোনা গিয়েছে। ঘাটালবাসীর যন্ত্রণার অবসান ঘটাতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। তবে তা শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ততদিন পর্যন্ত ঘাটালবাসীর যন্ত্রণাই সঙ্গী। আর এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal