প্রসেনজিৎ ধর, হুগলি :- তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চাপানউতরের আবহে পদত্যাগ করলেন বিধায়ক-ঘনিষ্ঠ এক নেতা | হুগলির চুঁচুড়ার যে স্কুল নিয়ে এত বিতর্ক, সেই বাণীমন্দির স্কুলের পরিচালন সমিতির পদ থেকে ইস্তফা দিলেন গৌরীকান্ত মুখোপাধ্যায়। গৌরী তৃণমূল কাউন্সিলরও। একসময়ে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি।বালিকা বাণীমন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে। গতকাল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই কাজ দেখতে স্কুলে হাজির হয়েছিলেন। স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে অভিযোগ জানান, বিধায়ক এসে স্মার্ট ক্লাসরুম নিয়ে দুর্ব্যবহার করেন। গালিগালাজ করেন।গৌরীর দাবি, বিধায়ক স্কুলের কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তাঁকে বদনাম করতেই মিথ্যা কথা বলা হয়েছে। ‘বিবেকের তাড়নায়’ স্কুলের পরিচালন সমিতি থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন গৌরী। পদত্যাগপত্র জমা দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি পরিকান্ত মুখোপাধ্যায়কে। গৌরী বলেন, ‘‘হুগলি ডিআই, মহকুমাশাসক এবং জেলাশাসককেও আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’’
সাংসদ তহবিলের টাকায় বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ চলছে। অভিযোগ, তা নিয়েই স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত। এমনকি, স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা। তাঁর কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা। তার পরেই রচনা প্রকাশ্যে মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে। সেই কথা শুনে সাংসদ বলেন, “আমি স্তম্ভিত! সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসে আপত্তি জানাচ্ছেন একজন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, এটা কখনওই গ্রহণযোগ্য নয়।” এরপরই রচনা বলেছিলেন, “যাঁকে জানাবার, তাঁকে জানাব। আমি এর শেষ দেখে ছাড়ব। ওঁর বয়স হয়েছে, মাথা কাজ করছে না।”প্রসঙ্গত, বৃহস্পতিবার রচনা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়ার পর অসিত বলেছিলেন, ‘‘আমি এ বিষয়ে কোনও কথা বলতে চাই না। আমার বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে থানায় লিখিত আকারে তা জমা দিক। দলের সাংসদের কথার উপরে কোনও কথা আমি বলব না। যা বলার দলকে বলব। সাংসদ যা খুশি বলুন, উনি আমার দলের। সংবাদমাধ্যমে ওঁকে নিয়ে কিছু বলব না। উনি যেটা বলতে পারেন, আমি পারি না। তবে আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। অভিভাবকদের, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। যা বলার শিক্ষিকাকে বলব।”
Hindustan TV Bangla Bengali News Portal