প্রসেনজিৎ ধর, কলকাতা :- মর্মান্তিক ঘটনা উত্তর দমদমে। ঘরের জমা জলে ডুবে মৃত্যু শিশুকন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের দেবীনগরে। ঘটনায় বাকরুদ্ধ পরিবার। পরিবার সূত্রে খবর, মৃত শিশুর নাম ঋষিকা ঘোড়ুই। তার বয়স ছ’মাস। বাবা পাপন ঘোড়ুই। তিনি পেশায় সিভিক ভলান্টিয়র। মায়ের নাম পুজা ঘোড়ুই। অভিযোগ, লাগাতার বৃষ্টির জেরে এলাকায় জমেছিল ছিল জল। সেই জল ঢুকেছিল বাড়ির ভিতরেও। এলাকাবাসীর দাবি নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি হলে জল বেরতে চায় না এলাকা থেকে।এদিন ছোট্ট ঋষিকা অঘোরে ঘুমোচ্ছিল খাটে। তার মা খানিকক্ষণের জন্য বাড়ির বাইরে যায়। আর তখনই ঘুমের ঘোরে জলে পড়ে যায় শিশুটি। জমা জলে পড়ে মৃত্যু হয় তাঁর। উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাস বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শুনেই আমি চলে এসেছি। আসলে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল। তাতেই জল জমেছে। বাচ্চাটা শুয়ে ছিল , ঘরের মধ্যেই খাটের নিচে পড়ে যায়। এখান থেকে পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখান থেকে আবার শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” যদিও এই মর্মান্তিক ঘটনার জন্য অতি বৃষ্টিকেই দায়ী করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাস । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
Hindustan TV Bangla Bengali News Portal