দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে শুরু হল আর এক অভিনব জনমুখী প্রকল্প—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। সাধারণ মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুয়ারে সরকারের সাফল্যের পথেই হাঁটবে এই প্রকল্প। শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এই নতুন কর্মসূচি। প্রতিটি বুথে পৌঁছে যাবে প্রশাসনের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর মতে, এই উদ্যোগ দেশের মধ্যে প্রথম, এবং বাংলা আবারও নজির গড়েছে।রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পের মতো সফল হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ও, আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার X হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে।” ওই ক্যাম্পগুলিতে গিয়ে নিজের মতামত প্রকাশ এবং সরকারি আধিকারিকদের সহযোগিতার আর্জি জানান মমতা। মুখ্যমন্ত্রী আশাবাদী, অন্যান্য যেকোনও প্রকল্পের মতো এটিও চূড়ান্ত সফল হবে।প্রসঙ্গত, ‘দুয়ারে সরকার’-এর পর ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’কর্মসূচির মাধ্যমে এবার বুথ স্তরে প্রশাসন। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা। সারা দেশে এই প্রথম বাংলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পের মতো সফল হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ও, আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলি হল: নিকাশি, পানীয় সরবরাহ, পথবাতি, শৌচালয়, আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্যোন্নয়ন, পুকুর সংস্কার, বর্জ্যের বন্দোবস্ত, খোলা জায়গায় জনতার সুবিধায় বেঞ্চ, শেডের ব্যবস্থা, বাজারের স্টল সংস্কার, নিকাশি ও আলোর ব্যবস্থা, সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি, গণপরিবহণ ব্যবহারকারীদের জন্য বিশেষ পরিষেবা, সবুজায়নে নজর, বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার এবং অন্যান্য।এই উদ্যোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলা প্রশাসন ও পুরসভাগুলি। রাজ্য সরকার আশা করছে, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় স্তরের সমস্যা দ্রুত চিহ্নিত করে তার কার্যকর সমাধান সম্ভব হবে।
Hindustan TV Bangla Bengali News Portal