প্রসেনজিৎ ধর, কলকাতা :- খাস কলকাতায় ফের ভাঙল বাড়ি | এবার উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। বাড়ি ভেঙে পড়ায় আহত অন্তত ৬ জন। তার মধ্যে রয়েছে দুই শিশু। কাঁকুড়গাছির ৩২ নম্বর ওয়ার্ডে থাকা একটি বহুদিনের পুরনো বাড়ির অংশ আচমকা ভেঙে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ে। তখনই বাড়ির ভিতরে থাকা পরিবারটি আহত হয়। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে আসেন। দ্রুত আহতদের উদ্ধার করে পাঠানো হয় মানিকতলার ইএসআই হাসপাতালে। আহত দুই শিশু ও তাদের মাকে ভর্তি রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে, যে বাড়িটি ভেঙে পড়েছে সেটিকে আগেই ‘বিপজ্জনক’ তকমা দিয়েছিল কলকাতা পুরসভা। সতর্কতামূলক নোটিসও দেওয়া হয়েছিল বাড়ির বাসিন্দা ও মালিকপক্ষকে। তবে সেই পরামর্শ যে কতটা গুরুত্ব পাচ্ছে, তা ফের একবার প্রমাণ হল এই ঘটনায়।প্রাথমিক অনুমান, কয়েকদিন ধরেই চলা টানা বর্ষণের জেরেই দুর্বল হয়ে পড়েছিল বাড়ির গঠন। তার জেরেই ভেঙে পড়ে চাঙড়ের অংশ। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভেঙে পড়া বাড়ির একাংশের মালিক তিনি জানান বিগত পাঁচ বছর আগে এই বাড়িটিকে পরিত্যক্ত বাড়ি বা বিপদজনক বাড়ি হিসেবে মান্য করা হয়েছে। তারপরেও শুধুমাত্র একটি নোটিশ ছাড়া কোনওরকম ফিজিক্যাল ভিজিট বা এই বাড়ির হেলথ কন্ডিশন নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অনুমান, লাগাতার বর্ষণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। এদিন বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যায় পুলিস। লোহার গার্ডেরেল দিয়ে চারিদিক ঘিরে দেওয়া হয়। কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যান৷ বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলে রাবিশ দ্রুত সরিয়ে ফেলার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে কর্পোরেশনের তরফে।
Hindustan TV Bangla Bengali News Portal