প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবারই তৃণমূলের ‘চিফ হুইপে’র পদ ছাড়ার ঘোষণা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের ইস্তফাগ্রহণের পর তৃণমূল কংগ্রেস ঘোষণা করল নতুন মুখ্য সচেতক বা চিফ হুইপের নাম। লোকসভায় কল্যাণের ছেড়ে আসা পদে দায়িত্ব নিচ্ছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।লোকসভায় দলের উপ দলনেতা নিযুক্ত করা হয়েছে শতাব্দী রায়কে। মঙ্গলবার তৃণমূল জানিয়েছে, কল্যাণের ইস্তফা গ্রহণ করে ওই পদে তাঁর অবদানের জন্য শ্রীরামপুরের সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন দলনেত্রী মমতা।মঙ্গলবার তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ-এর পদে বসছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অর্থাৎ এবার থেকে কল্যাণের দায়িত্ব সামলাবেন কাকলি। অন্যদিকে লোকসভায় তৃণমূলের দেপুটি লিডার হচ্ছেন সাংসদ শতাব্দী রায়। মঙ্গলবার দুপুর দুটোয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই তথ্য প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের চিফ হুইপের পদ থেকে সরে, চেয়ারপার্সনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারপার্সন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এই ভূমিকায় তাঁর অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। বর্ষীয়ান সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে, চেয়ারপার্সন তাৎক্ষণিকভাবে লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ হিসেবে ডঃ কাকলি ঘোষ দস্তিদার এবং লোকসভায় তৃণমূলের নতুন ডেপুটি লিডার শতাব্দী রায়কে মনোনীত করেছেন।’যদিও কল্যাণের অভিমান ভাঙাতে আসরে নেমেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ আগস্ট শ্রীরামপুরের সাংসদকে বৈঠকে ডেকেছিলেন তিনি। কিন্তু তার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বদলে এবার লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হল কাকলি ঘোষ দস্তিদারকে। আর দলের নির্দেশ পেয়ে মঙ্গলবার থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন কাকলিদেবী।
Hindustan TV Bangla Bengali News Portal