Breaking News

‘আমি-তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ংকর হবে’, ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা নিয়ে ফের কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | রাজ্যজুড়ে সংগঠনকে মজবুত করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলার বার্তা দিতে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন অভিষেক।এদিন ভারচুয়াল বৈঠকে সাংসদ, বিধায়ক, জেলা নেতা ধরে প্রায় ন’হাজার তৃণমূল নেতা উপস্থিত ছিলেন। তাঁদের কাছে অভিষেকের নির্দেশ, “আমি-তুমির রাজনীতি দলে চলবে না।” ব্যক্তিগত স্বার্থ ছেড়ে কাজ করার, দলের স্বার্থে কাজ করার বার্তা এর আগেও তিনি দিয়েছেন। এদিন অভিষেক বলেন, “আমি-তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ংকর হবে। আমি-তুমি নয়। আমি ওয়ার্নিং দিচ্ছি, যারা, আমি-তুমি পলিটিক্স করবে, তাঁর পরিণাম খুব খারাপ হবে। কে কী দায়িত্ব পাবে, তার তালিকা দলের কাছে আছে।”বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই একাধিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় অন্তর্কলহের খবর উঠে আসছে সামনে। সেই প্রেক্ষিতে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি স্পষ্ট বলে দিচ্ছি, যারা দলের মধ্যে আমি-তুমি’র রাজনীতি করবে, তারা ভাল ফল পাবে না। দল এই ব্যাপারে কঠোর অবস্থান নেবে। কারও ভাবার দরকার নেই যে কেউ দলের ঊর্ধ্বে।”একই সঙ্গে কমিশনের ভূমিকা নিয়েও দলের কর্মীদের সর্তক করেছেন অভিষেক। বিজেপি এবং কমিশনের চক্রান্ত রুখতে এখন থেকেই বুথ ভিত্তিক সভার ওপর জোর দেওয়ার কথা বলেন। অঞ্চল সভাপতিদের উদ্দেশে অভিষেক এও বলেন, “অঞ্চল সভাপতিদের বলছি, যদি মনে হয় বিএলও-রা ভুল ইনফরমেশন দিচ্ছেন, তাহলে জেলা সভাপতিদের জানান। তাঁরা আমাদের জানাবেন। ৩১ অগস্টের মধ্যে এই বিএলও-দের চিহ্নিত করার কথাও বলেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *