Breaking News

রহড়া-কাণ্ডে নয়া মোড়!বস্ত্র ব্যবসার আড়ালে রহড়াতে বিপুল অস্ত্র ভাণ্ডারের সন্ধান,চলত অস্ত্র কেনাবেচা

প্রসেনজিৎ ধর :- রহড়ার আবাসন থেকে উদ্ধার হয়েছে ৯০৫ রাউন্ড কার্তুজ, যা ঘুম উড়িয়ে দিয়েছে তদন্তকারীদের। এত সংখ্যক গোলাবারুদে অনায়াসে তিন-চার ঘণ্টা ধরে ফায়ারিং করা যেত | এই বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার উদ্ধার পর প্রশ্ন উঠছে শুধুই পাচারের ছক ছিল নাকি বৃহৎ কোনও ষড়যন্ত্র করেছিল মধুসূদন মুখোপাধ্যায়। জিজ্ঞাসাবাদে এই বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।রহড়া অস্ত্রভাণ্ডার-কাণ্ডে নয়া মোড় ৷ তদন্ত যত এগোচ্ছে ততই নিত‍্য নতুন তথ্য উঠে আসছে পুলিশের হাতে । তদন্তকারীরা জানতে পেরেছেন, দুপুর হলেই ধৃত মধুসূদন ওরফে লিটনের ফ্ল্যাটে বাড়ত অপরিচিত মহিলাদের আনাগোনা । চলত তাদের মাধ্যমে অস্ত্র আনা-নেওয়া । শুধু তারাই নয়, মধুসূদন নিজেও তাঁর স্কুটি করে অস্ত্র এবং কার্তুজ সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে মনে করছেন ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । যদিও এসবের কিছুই ঘুণাক্ষরেও টের পাননি পাড়া প্রতিবেশী থেকে আবাসিকরা । তবে, যখনই সন্দেহ হত আবাসিকদের তখনই মধুসূদন দাবি করতেন যে তাঁরা বাড়ির কাজের মহিলা । আবার কেউ বা রান্নার লোক । কিন্তু, কিছুদিন পরপর সেই মহিলারা বদলে যেতেন বলে অভিযোগ । সন্দেহ হওয়ার পর সম্প্রতি আবাসিকরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন এই আবাসনে আর থাকতে দেওয়া হবে না ষাটোর্ধ্ব মধুসূদনকে । আবাসনে প্রবেশের প্রত্যেক গেটের তালাও বদলে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আবাসিকদের তরফে । কিন্তু, তার আগেই বিপুল আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সমেত পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি । ব‍্যারাকপুরের গোয়েন্দা প্রধান চারু শর্মা অবশ্য দাবি করেছেন, সমস্ত বিষয়টিই তাঁরা খতিয়ে দেখছেন ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একইসঙ্গে উদ্ধার হওয়া ১৪টি আগ্নেয়াস্ত্রর মধ্যে ছিল ৬টি ইম্প্রভাইস বন্দুক। বাকিগুলি কোম্পানি মেড। এই কোম্পানি মেড বন্দুক একমাত্র লাইসেন্স থাকলে তবেই কিনতে পারা যায়। যা ভাবাচ্ছে তদন্তকারীদের। উদ্ধার হওয়া ১টি পাম্প অ্যাকশন গান, ১টি বোল্ট অ্যাকশন রাইফেল, ২টি ডিবিবিএল রাইফেল, ১টি এসবিবিএল রাইফেল, ৩টি রিভলবার মিলিয়ে মোট ৮টি কোম্পানি মেড আগ্নেয়াস্ত্র নিয়েও যথেষ্ট চিন্তিত গোয়েন্দারা। এক্ষেত্রে আন্তর্জাতিক কালোবাজারেও যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। খড়দহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার পাঁচতলা আবাসনের নিচতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রভান্ডারের চক্রের শিকড় পর্যন্ত দ্রুত পৌঁছতে চাইছে পুলিশ। আজ, মঙ্গলবার বারাকপুর আদালত অভিযুক্ত মধুসূদনকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *