প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।ওইদিন মামলার পরবর্তী শুনানি হবে ৷ সেদিন মামলার সবপক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্যও জানাতে হবে বলে এদিন নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ তাঁর আরও নির্দেশ, এই সময়ের মধ্যে মিঠুনের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করতে না-পারলেও তদন্ত চালিয়ে যেতে পারবে ৷মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন তাঁরই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। উত্তর কলকাতার চিৎপুর থানায় দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই প্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেই মামলাতেই আপাত স্বস্তি পেলেন। মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর দাবি, মিঠুন ও তাঁর আইনজীবী বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের দায়িত্ব দেন। প্রথম দফার কাজের পারিশ্রমিক পেলেও, পরে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ সুমনের। সেই কাজ শেষ করতে গিয়ে তাঁকে স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়, তবেই জোগাড় হয় প্রয়োজনীয় অর্থ।অভিযোগ, অতিরিক্ত কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর থেকে প্রাপ্য ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু সেই টাকা আজও পাননি তাঁরা। অভিযোগ, পরে সুমনের স্ত্রী টাকা চাইতে গেলে তাঁকে অপমানিত হতে হয়। এর পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।
Hindustan TV Bangla Bengali News Portal