নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্য-রাজনীতি | নির্বাচনের আগে বারংবার বোমা উদ্ধারের ঘটনা ঘটছে | তার মাঝেই তাজা বোমা উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল মালদহে | পুলিশ সূত্রে খবর, প্লাস্টিকের বলের মতো দেখতে বোমাগুলি খুবই শক্তিশালী বিস্ফোরক দিয়ে তৈরি বলে মনে করা হচ্ছে |ভারত বাংলাদেশ সীমান্তে, বৈষ্ণবনগরের আকন্দবাড়িয়ায় বোমাগুলি মিলেছে| জানা গিয়েছে, মূলত বাংলাদেশেই তৈরি হয় এধরনের বোমা | ভারত বাংলাদেশ সীমান্তে, বৈষ্ণবনগরের আকন্দবাড়িয়ায় জ্যারিকেন ভর্তি বোমাগুলি প্রথম দেখতে পান স্থানীয়রাই | বুধবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ | বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে | যদিও কারা এই বোমাগুলি মজুত করেছিল বা তাদের কী উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতর | নির্বাচনের সময় এলাকা উত্তপ্ত করতেই বোমা মজুত করছিল বিজেপি বলে অভিযোগ তৃণমূলের | যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির |